TRENDING:

KKR Team News: স্টার্কের আঙুলে চোট! পরতে পরতে নাটক, শেষে আসল সত্যিটাই জানিয়ে দিলেন কেকেআরের অন্য ক্রিকেটার

Last Updated:
KKR Team News: আসল সুতো পুরোটাই একজনেরই হাতে তিনি মনে করলেই দলে, নইলেই বাদ!
advertisement
1/9
স্টার্কের আঙুলে চোট! পরতে পরতে নাটক, আসল সত্যিটাই জানিয়ে দিলেন অন্য ক্রিকেটার
শুক্রবার সিনেমার ব্লকবাস্টারের রিলিজ নিয়ে যেরকম অপেক্ষার প্রহর গোনে মানুষ ঠিক তেমনিই শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি৷ এই শোনা যাচ্ছে তাঁর আঙুলে হালকা চোটের সমস্যা আছে, যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার খেলাবে৷
advertisement
2/9
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
advertisement
3/9
মিচেল স্টার্কের কোনও ইনজুরির উদ্বেগ নেই এবং তিনি প্রথম একাদশের সিলেকশনের জন্য  অ্যাভেলেবেল অর্থাৎ উপলব্ধ- আছেন৷  কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার রমনদীপ সিং বলেছেন, পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে  তাঁদের আইপিএল ম্যাচের  আগে তারকা পেসার  হালকা অনুশীলন করেছিলেন৷
advertisement
4/9
অস্ট্রেলিয়ান ক্রিকেটার, IPL এ তিনি রেকর্ড বিড পেয়ে কেকেআরে এসেছিলেন, তিনি আট বছর পর তিনি লিগে ফিরে আসার  পরেও বল হাতে আশাপ্রদ পারফরম্যান্স করতে পারেননি৷
advertisement
5/9
কিন্তু না কোনও শান্তি নেই৷  স্টার্কের চোটের রহস্য ঘিরে যখন ফিসফাস গুঞ্জন তখন খোদ কেকেআর ক্রিকেটারই জানিয়ে দিলেন এটা আদৌ সত্যিই নয়৷
advertisement
6/9
কেকেআর বনাম পিবিকেএস-র ম্যাচের আগে তাঁকে দু'টি অনুশীলন সেশনে নেটে বোলিং করেননি, অন্যদিকে শ্রীলঙ্কার পেসার দুষ্যন্ত চামেরাকে গা ঘামাতে দেখা গিয়েছিল,৷ ফলে আশা করা হচ্ছিল অজি তারকাকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে৷  এমন জল্পনাকে উস্কে শোনা যাচ্ছিল অজি পেসার বদলালে দলে দুটি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে৷ শেরফানে রাদারফোর্ড৷ যিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷ তিনি  খেলেতে পারেন আর ইমপ্যাক্ট প্লেয়ারে খেলতে পারেন চেতন সাকারিয়া৷
advertisement
7/9
তবে রমনদীপ বলেছেন স্টার্ক অ্যাভেলেবেল রয়েছেন-রমনদীপ জানিয়েছেন"হ্যাঁ, তিনি উপলব্ধ। এটি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্কিত৷’’  তিনি আরও বলেন, "তিনি একজন কিংবদন্তী। ক্রিকেট সময়ের খেলা। আমরা তাঁকে কয়েকটি ম্যাচ দিয়ে বিচার করতে পারি না।"
advertisement
8/9
রমনদীপ বলেন, "বোলিং নিয়ে কোনও আলোচনা হয়নি।" "আমরা শুধু পরিকল্পনা  কীভাবে বাস্তবায়ন এবং কীভাবে আরও উন্নতি করা যায় সে সম্পর্কে আলোচনা করি। আমরা এক বা দুটি ম্যাচে কাউকে বিচার করি না।"
advertisement
9/9
৭ ম্যাচে ৫টি জয়ের সঙ্গে KKR  টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে৷ এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে  যিনি এ মরশুমে তাঁদের ধারাবাহিক প্রদর্শনের জন্য দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে  কৃতিত্ব দিয়েছেন গম্ভীর৷  তিনি বলেন, "প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছ্বতা আছে। শুধুমাত্র তাঁর কারণেই দল এত ভাল পারফর্ম করছে। তিনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন।"
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Team News: স্টার্কের আঙুলে চোট! পরতে পরতে নাটক, শেষে আসল সত্যিটাই জানিয়ে দিলেন কেকেআরের অন্য ক্রিকেটার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল