KKR Match at Eden Gardens: দাদার আগাম ভবিষ্যতবাণীই মিলে গেল, ইডেনেই হবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ, বদলে গেল তারিখ
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
KKR Match at Eden Gardens: সৌরভই করে দেখালেন, কেকেআরের একটা হোম ম্যাচ কলকাতা থেকে সরে যাওয়া থেকে আটকালেন
advertisement
1/4

: আগামী ৬ তারিখের ম্যাচ কলকাতা থেকে গোয়াহাটি সরে যাওয়া নিয়ে নতুন কথা সৌরভের মুখে৷ ২২ মার্চ কেকেআরের প্রথম ম্যাচে ধোঁয়াশা বজায় রেখে দাদা ইঙ্গিত দিয়েছিলেন- কেকেআর বনাম এলএসজি ম্যাচ সরবে না ইডেন গার্ডেন্স থেকে। আইপিএলে কেকেআর বনাম আরসিবি ইডেন গার্ডেন্সে ম্যাচ৷ তার আগে দাদা বললেন '‘দেখো না কি হয়। ম্যাচ তো,এখনো শিফট হয়নি। কলকাতা পুলিশের একটা পোস্ট দেখলাম। মনে হয় না শিফট হবে। আমি আশাবাদী৷’’
advertisement
2/4
আর শুক্রবার দাদার চেষ্টাতেই ম্যাচ রয়ে গেল কলকাতাতেই৷ তবে ম্যাচের তারিখ পরিবর্তিত হয়েছে৷ ৬ এপ্রিলের বদলে ম্যাচ হবে এবার ৮ এপ্রিল৷ খেলার সময় বেলা ৩টা ৩০এ । কেকেআর বনাম এলএসজি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে{
advertisement
3/4
কলকাতা পুলিশ জানিয়েছিল নিরাপত্তাজনিত কারণে রামনবমীর দিন ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা অসুবিধা৷ তাই কলকাতা পুলিশের অসুবিধা দেখার পাশাপাশি কেকেআর ফ্যানদের ঘরের মাঠে ম্যাচ দেখার চাহিদা মাথায় রেখে আসরে নেমে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
4/4
এরফলে রবিবার ৬ তারিখ একটিই আইপিএল ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এসআরএইচ বনাম জিটি অন্যদিকে মঙ্গলবার হবে দুটি ম্যাচ৷ প্রথম ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে তিনটেয় কেকেআর বনাম এলএসজি, এবং সন্ধ্যায় হবে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস৷ Input- Eeron Roy Burman ৷