TRENDING:

KKR Match at Eden Gardens: দাদার আগাম ভবিষ্যতবাণীই মিলে গেল, ইডেনেই হবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ, বদলে গেল তারিখ

Last Updated:
KKR Match at Eden Gardens: সৌরভই করে দেখালেন, কেকেআরের একটা হোম ম্যাচ কলকাতা থেকে সরে যাওয়া থেকে আটকালেন
advertisement
1/4
দাদার আগাম ভবিষ্যতবাণীই মিলে গেল, ইডেনেই হবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ, বদলে গেল তারিখ
: আগামী ৬ তারিখের ম্যাচ কলকাতা থেকে গোয়াহাটি সরে যাওয়া নিয়ে নতুন কথা সৌরভের মুখে৷ ২২ মার্চ কেকেআরের প্রথম ম্যাচে ধোঁয়াশা বজায় রেখে দাদা ইঙ্গিত দিয়েছিলেন- কেকেআর বনাম এলএসজি ম্যাচ সরবে না ইডেন গার্ডেন্স থেকে। আইপিএলে কেকেআর বনাম আরসিবি ইডেন গার্ডেন্সে ম্যাচ৷ তার আগে দাদা বললেন '‘দেখো না কি হয়। ম্যাচ তো,এখনো শিফট হয়নি। কলকাতা পুলিশের একটা পোস্ট দেখলাম। মনে হয় না শিফট হবে। আমি আশাবাদী৷’’
advertisement
2/4
আর শুক্রবার দাদার চেষ্টাতেই ম্যাচ রয়ে গেল কলকাতাতেই৷ তবে ম্যাচের তারিখ পরিবর্তিত হয়েছে৷ ৬ এপ্রিলের বদলে ম্যাচ হবে এবার ৮ এপ্রিল৷ খেলার সময় বেলা ৩টা ৩০এ । কেকেআর বনাম এলএসজি ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে{
advertisement
3/4
কলকাতা পুলিশ জানিয়েছিল নিরাপত্তাজনিত কারণে রামনবমীর দিন ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা অসুবিধা৷ তাই কলকাতা পুলিশের অসুবিধা দেখার পাশাপাশি কেকেআর ফ্যানদের ঘরের মাঠে ম্যাচ দেখার চাহিদা মাথায় রেখে আসরে নেমে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
4/4
এরফলে রবিবার ৬ তারিখ একটিই আইপিএল ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে সাতটায় এসআরএইচ বনাম জিটি অন্যদিকে মঙ্গলবার হবে দুটি ম্যাচ৷ প্রথম ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে তিনটেয় কেকেআর বনাম এলএসজি, এবং সন্ধ্যায় হবে পঞ্জাব কিংস বনাম চেন্নাই সুপার কিংস৷ Input- Eeron Roy Burman ৷
বাংলা খবর/ছবি/খেলা/
KKR Match at Eden Gardens: দাদার আগাম ভবিষ্যতবাণীই মিলে গেল, ইডেনেই হবে কেকেআর বনাম এলএসজি ম্যাচ, বদলে গেল তারিখ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল