IND vs ENG: ওডিআই অভিষেকেই বিরল রেকর্ড বরুণ চক্রবর্তীর! কোন নজির গড়লেন কেকেআর তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Varun Chakaravarthy Create An Unique World Record On His ODI Debut In IND vs ENG 2nd ODI: কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় বরুণ চক্রবর্তীর। ১০ ওভারে ৫৪ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ফিল সল্টের উইকেট নেন তিনি।
advertisement
1/5

গত বছর জাতীয় দলে কামব্যাকের পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। একের পর এক খেলায় ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন কেকেআর তারকা।
advertisement
2/5
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও দুরন্ত পারফর্ম করেন বরুণ চক্রবর্তী। ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছে তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই সুযোগ পেয়েছেন ওডিআই দলে।
advertisement
3/5
কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় বরুণ চক্রবর্তীর। ১০ ওভারে ৫৪ রান দিয়ে এক উইকেট নেন তিনি। ফিল সল্টের উইকেট নেন তিনি।
advertisement
4/5
খুব একটা আহামরি পারফরম্যান্স না হলেও অনন্য নজির গড়লেন বরুণ। ভারতের দ্বিতীয় বয়স্কতম ক্রিকেটার হিসাবে এক দিনের দলে অভিষেক হয়েছে বরুণের। তাঁর বয়স ৩৩ বছর ১৬৪ দিন।
advertisement
5/5
বরুণের থেকে বেশি বয়সে ভারতের এক দিনের দলে মাত্র এক জনেরই অভিষেক হয়েছে। ১৯৭৪ সালে ৩৬ বছর ১৩৮ দিন বয়সে ভারতীয় দলে অভিষেক হয়েছিল ফারুখ ইঞ্জিনিয়ারের। দ্বিতীয় বয়স্কতম হলেন বরুণ।