KKR vs PBKS: ভাল খেলেও দল থেকে বাদ! পঞ্জাবের বিরুদ্ধে কেকেআর খেলবেন নতুন তারকা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs PBKS IPL 2025: গত বছর শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল ট্রফির খরা কেটেছিল কলকাতা নাইট রাইডার্সের। এবার আইপিএলে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের বিরুদ্ধেই নামবে কেকেআর।
advertisement
1/6

গত বছর শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল ট্রফির খরা কেটেছিল কলকাতা নাইট রাইডার্সের। এবার আইপিএলে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের বিরুদ্ধেই নামবে কেকেআর।
advertisement
2/6
অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ কোনও পরিবর্তন হবে কিনা, চেন্নাই কিংসের বিরুদ্ধে খেলা উইনিং ইলেভেন নাইটরা ভাঙবে কিনা, তা নিয়ে রয়েছে জোর জল্পনা।
advertisement
3/6
তবে একটি পরিবর্তন কেকেআরের একাদশে করা হতে পারে বলে মনে করা হচ্ছে। গত ম্যাচে ভাল পারফর্ম করেও বাদ পড়তে পারেন সেই তারকা। তিনি মইন আলি। সিএসকের বিরুদ্ধে ব্যাটে না নামলেও, ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন মইন।
advertisement
4/6
কিন্তু পঞ্জাবের হোম ম্যাচের মুল্লানপুরের উইকেট অনেক বেশি প্রাণবন্ত। পেসাররা এখানে সাহায্য পেয়ে থাকে। তাই ৩ স্পিনার নাও খেলাতে পারে নাইটরা। উইকেট বিচার করে আরও একজন পেসার খেলাতে পারে কেকেআর।
advertisement
5/6
এর আগে স্পেনসর জনসন একাধিক ম্যাচে খেললেও তেমনভাবে দাগ কাটতে পারেনি। ফলে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রোটিয়া তারকা আনরিখ নকিয়াকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: কুইন্টন ডিকক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্কে রাহানে, আংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি / আনরিখ নকিয়া, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা। ইমপ্যাক্ট প্লেয়ার: বৈভব অরোরা।