KKR News: কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিপক্ষকে করেন 'কচুকাটা'! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: গতবারের চ্যাম্পিয়ন কেকেআর কাদের কাদের রিটেন করবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে এবার একটি জায়গা নিয়ে নিশ্চিন্ত হতে পারের নাইট কর্তৃপক্ষ।
advertisement
1/8

এগিয়ে আসছে ৩১ অক্টোবর। তার মধ্যেই আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। কোন দল কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর চর্চা।
advertisement
2/8
বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর কাদের কাদের রিটেন করবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে এবার একটি জায়গা নিয়ে নিশ্চিন্ত হতে পারের নাইট কর্তৃপক্ষ।
advertisement
3/8
এখনও পর্যন্ত যা খবর তাতে সুনীল নারিনের জায়গা রিটেনশনে পাকা তা বলাই যায়। এবার দ্বিতীয় প্লেয়ার হিসেবে কেকেআরের ফিনিশারের অভাব দূর করলেন তারকা প্লেয়ার।
advertisement
4/8
এতদিন পর্যন্ত কেকেআরের একমাত্র ম্যাচ ফিনিশার হিসেবে উঠে আসত আন্দ্রে রাসেলের নাম। তবে এবার রাসেলকে রাখা নিয়ে জল্পনা থাকলেও কেকেআর জায়গা প্রায় পাকা করে ফেললেন রিঙ্কু সিং। (Photo Courtesy- AP)
advertisement
5/8
বিগত ২ মরশুম ধরেই কেকেআরের হয়ে ভাল পারফর্ম করছেন রিঙ্কু। তবে সাম্প্রতিক ফর্ম নিয়ে ধোঁয়াশা থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে রিঙ্কু সিং প্রমাণ করে দিয়েছেন কেকেআরে ফিনিশারের দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। (Photo Courtesy- AP)
advertisement
6/8
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে চাপের মধ্যে মারকাটারি ব্যাটিং করেন রিঙ্কু সিং। প্রতিপক্ষের বোলিংকে রীতিমত কচুকাটা করেন। ২৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। (Photo Courtesy- AP)
advertisement
7/8
২৯ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন রিঙ্কু সিং। ৫টি চার ও ৩টি ছয়ে সাজানো কেকেআর তারকার ইনিংস। নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৯ রানের পার্টনারশিপ করে দলকে বিপদমুক্ত করেন ও বড় রানের ভিত গড়েন রিঙ্কু সিং। (Photo Courtesy- AP)
advertisement
8/8
রিঙ্কু সিংয়েক চাপের মুহূর্তে এমন মারকাটারি ও পরিণত ব্যাটিং রিটেনশন তালিকা প্রকাশ আগে কেকেআর ম্যানেজমেন্টকে অনেক বেশি স্বস্তি দেবে। ফলে বলাই যায় ফিনিশার নিয়ে চিন্তামুক্ত হল নাইট শিবির। (Photo Courtesy- AP)