KKR vs PBKS: আর রেয়াত নয়! এবার বাদ কেকেআরের দুই তারকা! পঞ্জাব ম্যাচে বড় বদল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ১১২ রানের টার্গেট তাড়া করে গিয়ে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল কেকেআরের ইনিংস। তারপর হারতে হয়েছে গুজরাতের বিরুদ্ধে। লিগ টেবিলে কোণঠাসা নাইটরা।
advertisement
2/5
এবার দ্বিতীয় লেগের খেলায়র ঘরের মাঠে ফের একবার নিজেদের গতবারের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারেরদলের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর। জয়ের রাস্তায় ফিরতে না পারলে প্লেঅফে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে যাবে কলকাতার।
advertisement
3/5
পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামার আগে কেকেআরের দলে কোনও পরিবর্তন হবে কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। মনে করা হচ্ছে শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে নাইটদের দলে দুটি পরিবর্তন করা হতে পারে।
advertisement
4/5
ম্যাচের আগে কেকেআরের অনুশীলনে দুজন ক্রিকেটারকে দেখা গিয়েছে বাড়তি ঘাম ঝরাতে। তাদের মধ্যে অন্যতম হল রভম্যান পাওয়েল। আন্দ্রে রাসেল দীর্ঘ দিন ধরে ফর্মের বাইরে। ফলে তার জায়গায় খেলতে পারেন রভম্যান পাওয়েল।
advertisement
5/5
এছাড়া তোলির বোলিং অ্যাটাকে আরও একটি পরিবর্তন হতে পারে। গুজরাতের বিরুদ্ধে মইন আলিকে খেলিয়ে কোনও লাভ হয়নি নাইটদের। সেই জায়গায় দলে আসতে পারেন প্রোটিয়া পেসার আনরিখ নোকিয়া। ইডেনে নখিয়ার গতি ও বাউন্স কাজে লাগাতে পারে কেকেআর।