KKR News: কেকেআরকে ম্যাচ জেতানো হর্ষিত রানার স্যালারি কত জানেন? চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: স্টার্ক যেখানে প্রায় ২৫ কোটি টাকা নিয়ে দলকে ডোবাতে বসেছিল, সেখানে ম্যাচ উইনিং ওভার করা হর্ষিত রানার স্যালারি জানলে চমকে যাবেন। যা আপনার কল্পনারও বাইরে।
advertisement
1/5

২৪.৭৫ কোটি টাকা নিয়ে রেকর্ড গড়া মিচেল স্টার্কের জন্য প্রথম ম্যাচ হারতে বসেছিল কেকেআর। ১৯ তম ওভারে ৪টি ছয় সহ ২৬ রান দেন স্টার্ক। ৪ ওভারে বিনা উইকেটে খরচ করেন ৫৩ রান।
advertisement
2/5
সেখানে আনকরা, দেশের জার্সিতে এখনও না খেলা, অনেকেই যাকে চেনেন না, সেই হর্ষিত রানের শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে কেকেআরকে এনে দিয়েছেন কাঙ্খিত জয়।
advertisement
3/5
এরপরই সোশ্যাল মিডিয়ায় ও কেকেআর ফ্যানেরা স্টার্ককে নিয়ে বিদ্রুপ করতে শুরু করেছেন। প্রায় ২৫ কোটি টাকা নিয়ে অজি স্পিড স্টারের এমন পারফরম্যান্স প্রত্যাশিত নয় কারও কাছে।
advertisement
4/5
আহত রসিক সালামের বদলি হিসেবে কেকেআর হর্ষিত রানাকে দলে নিয়েছিল। আহত রসিক সালামের বদলি হিসেবে কেকেআর হর্ষিত রানাকে দলে নিয়েছিল।
advertisement
5/5
দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন ডানহাতি পেসার হর্ষিত রানা। তাঁকে বেস প্রাইজ ২০ লক্ষ টাকাতেই কিনেছিল কেকেআর। তিনিই রাতারাতি হয়ে উঠলেন নায়ক।