KKR vs CSK: সিএসকে ম্যাচের আগে কেকেআরে যোগ দিল নতুন প্লেয়ার! কোন চমক দিল নাইটরা? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders Joins New Player Ahead Of KKR vs CSK Match In IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর শুক্রবার ফের মাঠে নামছে কেকেআর। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তার আগে কেকেআরের যোগ দিল নতুন প্লেয়ার।
advertisement
1/5

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর শুক্রবার ফের মাঠে নামছে কেকেআর। অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ধোনিদের ডেরায় ঢুকে ম্যাচ জেতা কতটা কঠিন তা সকলের জানা।
advertisement
2/5
এমনিতেই ৫ ম্যাচের মধ্যে ৩টিতে হেরে যথেষ্ট চাপে কেকেআর। প্রথম লেগের শেষ ২টি ম্যাচ জিততে না প্লে অফে যাওয়ার রাস্তা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ফলে চিপকে জয় ছাড়া গতি নেই।
advertisement
3/5
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে কেকেআর শিবিরে যোগ দিলেন নতুন ক্রিকেটার। নাইট শিবিরে যোগ দিলেন অলরাউন্ডার অভিষেক কুমার দালহোর। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ থেকে উঠে এসেছে এই ক্রিকেটার।
advertisement
4/5
বর্তমানে স্ট্রিট প্রিমিয়ার লিগে তিনিই সবথেকে দামি ক্রিকেটার। মুম্বইকে দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। অভিষেক বচ্চনের দলের হয়ে ২টি মরশুম খেলে ১৯ ম্যাচে ৩২৪ রান ও ৩৩ উইকেট নিয়েছেন তিনি।
advertisement
5/5
তবে কেকেআরে বর্তমানে মূল দলের প্লেয়ার হিসেবে যোগ দেননি অভিষেক কুমার দালহোর। এখন নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকবেন। পরে নজর কাড়তে পারলে তাঁকে নিয়ে চিন্তা-ভাবনা করবে নাইট শিবির।