KKR News: এবার 'দ্বিতীয় রাসেল' পেয়ে গেল কেকেআর! ব্যাটে-বলে একইরকম দক্ষতা! অপেক্ষা বড় সারপ্রাইজের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: রাসেলের বয়স ৩৬ পেরিয়েছে। আগের মত বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমকা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠা-নামা করেছে। এবার 'রাসেল টু'-এর খোঁজ পেল নাইটরা।
advertisement
1/7

আইপিএলের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। ৫ জন রিটেন ও ১ জনকে আরটিএমের মাধ্যমে দলে রাখতে পারবে প্রতিটি দল। ৩ অক্টোবরের মধ্যে জানাতে হবে রিটেনশন লিস্ট।
advertisement
2/7
প্রতিটি দলের মতনই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর জল্পনা। কেকেআরের যেসব ক্রিকেটারদের দলে রাখা নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে অন্যতম হলেন আন্দ্রে রাসেল।
advertisement
3/7
২০১২ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের সাক্ষী তিনি। ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ক্যারেবিয়ান তারকার। এখনও নিজের সেরাটা দিতে তৈরি দ্রে রাস।
advertisement
4/7
তবে রাসেলের বয়স ৩৬ পেরিয়েছে। আগের মত বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমকা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠা-নামা করেছে। যা নিয়ে সমালোচনার শিকারও হয়েছে রাসেল।
advertisement
5/7
এবার রাসেলকে কেকেআর ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে সূত্রের খবর, এখন থেকেই রাসেলের পরিবর্তের খোঁজও শুরু করে দিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। নাইট ম্যানেজমেন্ট চাইছে রাসেলের পরিবর্তেরও যেন রাসেলের মতই বিগ হিটিংয়ে দক্ষতা বা ক্ষমতা থাকে। আর বোলিংও করতে পারেন।
advertisement
6/7
দ্বিতীয় রাসেলেরে খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন আরও এক ক্যারিবিয়ান তারকার উপর। তিনি হলেন শেরফান রাদারফোর্ডের। গতবারও নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবারও নিলামে তাঁর জন্য ঝাপাতে পারে নাইটরা।
advertisement
7/7
শেরফান রাদারফোর্ড বিগ হিটংয়ের হাত খুব ভাল। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে থাকলেও সেভাবে সুযোগ পাননি। তবে গতবার কেকেআরের প্রস্তুতি ম্যাচে রাদাফোর্ডের ব্যাটিং তাণ্ডব দেখে চোখে লেগে যায় কেকেআর কর্তৃপক্ষের। ফলে এবারও রাসেলের ভবিষ্যতের বদলি হিসেবে রাদারফোর্ডকে দলে নিতে পারে নাইটরা।