TRENDING:

কিশোর কুমারের বাংলো গৌরী কুঞ্জে তৈরি হচ্ছে কোহলির বিলাসবহুল রেস্তরাঁ, দেখুন ছবি

Last Updated:
Virat Kohli Restaurant: প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার
advertisement
1/6
কিশোর কুমারের বাংলো গৌরী কুঞ্জে তৈরি হচ্ছে কোহলির বিলাসবহুল রেস্তরাঁ, দেখুন ছবি
মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের বাংলো ‘গৌরী কুঞ্জ’ এখন বিরাট কোহলির ঝা চকচকে রেস্তরাঁ৷ বাংলোর একাংশ লিজ নেওয়ার সময় কিছু দিন আগেই শিরোনামে এসেছিল সেই খবর৷ এ বার অনুরাগীদের জন্য রেস্তরাঁর কিছু ঝলক শেয়ার করলেন কোহলি৷ প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন তিনি নিজের কিশোরকুমারের গানের বড় ভক্ত৷ গায়কের বাংলোয় তাঁর ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁয় থাকবে সব রকমের খাবার৷
advertisement
2/6
৩৩ বছর বয়সি কোহলি জানিয়েছেন তাঁর রেস্তরাঁয় খাবারের গুণমান নিয়ে কোনওরকম আপস করা হবে না৷ তাঁদের লক্ষ্য, যাতে গুণমুগ্ধ ক্রেতা বার বার ফিরে আসেন তাঁর রেস্তরাঁয়৷ সামাজিক মাধ্যমে নির্মীয়মাণ রেস্তরাঁর ছবি শেয়ার করে কোহলি জানান আগামী ৮ অক্টোবর থেকে জুহুতে খুলে যাবে ‘ওয়ান এইট কমিউন’-এর দরজা৷
advertisement
3/6
তিনি কিশোরকুমারের গানের এবং তাঁর বর্ণময় জীবনের অনুরাগী৷ রেস্তরাঁর জন্য তাঁর বাংলো বেছে নেওয়ার পিছনে এটাও একটা কারণ বলে জানান কোহলি৷ ইউটিউবে সাক্ষাৎকারের মাঝে কিশোরকুমারের গান ‘মেরে মেহবুব কয়ামত হোগি’ দু’ কলি গেয়েও ওঠেন তিনি৷
advertisement
4/6
দিল্লি, পুণা, ও কলকাতায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘ওয়ান এইট কমিউন’ রেস্তরাঁ৷ জুহুতে এর শাখা শুরু হলে বাণিজ্যনগরীতে যাত্রা শুরু করবে তারকা ক্রিকেটারের রেস্তরাঁ৷ এছাড়াও পোশাক, জুতো ও সুগন্ধির ব্যবসাও আছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার৷
advertisement
5/6
বিরাট তাঁর জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে রেস্তরাঁর নাম রেখেছেন ৷ কয়েক মাস আগে বিরাটের সঙ্গে দেখা করেন প্রয়াত শিল্পীর ছোট ছেলে অমিতকুমার ৷ তার পরই ক্রমে কথাবার্তা এগোয় ৷ সংবাদমাধ্যমে কিশোরপুত্র অমিতকুমার জানিয়েছেন তাঁরা বিরাটকে ৫ বছরের জন্য লিজ দিয়েছেন ৷
advertisement
6/6
মুম্বইয়ে কেমন হবে বিরাট কোহলির রেস্তরাঁর যাত্রা? জানতে উদগ্রীব তাঁর অনুরাগী তথা খাদ্যরসিকরা৷
বাংলা খবর/ছবি/খেলা/
কিশোর কুমারের বাংলো গৌরী কুঞ্জে তৈরি হচ্ছে কোহলির বিলাসবহুল রেস্তরাঁ, দেখুন ছবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল