Kalyan Chaubey: ‘ওরা তো ক্রিমিনাল নয়...’ ফুটবলপ্রেমীদের ছাড়াতে রাতেই লালবাজারে ফেডারেশন সভাপতি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
রবিবার রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
advertisement
1/5

অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। যুবভারতীর সামনে প্রতিবাদ জানাতে গিয়ে ৬ ফুটবলপ্রেমীকে আটক করে ফুলবাগান থানা। লালবাজারে পাঠানো হয় সেই ৬ ফুটবলপ্রেমীকে। তাদের ছাড়াতে আসরে নামেন ফেডারেশন সভাপতি।
advertisement
2/5
রাত এগারোটায় লালবাজার যান কল্যাণ চৌবে। ফুটবলপ্রেমীদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন কল্যাণ চৌবের সামনে। আইনজীবীকেও সঙ্গে আনেন ফেডারেশন সভাপতি।
advertisement
3/5
পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওই ৬ ফুটবলপ্রেমীকে ছাড়ানোর ব্যবস্থা করেন কল্যাণ চৌবে। লালবাজার থেকে বেরিয়েও জাস্টিস ফর আরজি কর স্লোগান ফুটবলপ্রেমীদের গলায়।
advertisement
4/5
ফুটবলপ্রেমীদের নাম: সন্দীপ বোস, সন্দীপ গায়েন, অর্ক দে, সুব্রত রায় , রাজদীপ ভট্টাচার্য এবং শুভাশিস বোস ৷
advertisement
5/5
মেয়েদের রাত দখলের পর, গতকাল, রবিবার মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের বিক্ষোভে দীর্ঘক্ষণ অচল ছিল ইএম বাইপাস। পথে নেমেছিলেন টালিগঞ্জের শিল্পীরাও।