IPL 2026 Auction: ১৩৫৫ জনের মধ্যে দল পাবে মাত্র ৭৭! আইপিএল নিলামের তালিকা প্রকাশ, সবথেকে বেশি দাম কাদের?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2026 Auction: আইপিএল ২০২৬ মিনি নিলামকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে পারদ। ইতোমধ্যে নাম নথিভুক্ত খেলোয়াড়দের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ, যেখানে রয়েছে মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের নাম।
advertisement
1/5

আইপিএল ২০২৬ মিনি নিলামকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে পারদ। ইতোমধ্যে নাম নথিভুক্ত খেলোয়াড়দের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ, যেখানে রয়েছে মোট ১,৩৫৫ জন খেলোয়াড়ের নাম। ৩০ নভেম্বর না নথিভুক্তের সময়সীমা শেষ হওয়ার পর এই তালিকা সোমবার ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়। এবারের নিলাম হবে আবুধাবিতে ১৬ ডিসেম্বর, আর প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সংক্ষিপ্ত তালিকা জমা দেওয়ার শেষ তারিখ ৫ ডিসেম্বর।
advertisement
2/5
২০২৬ সালের মিনি নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকা রিজার্ভ মূল্য নির্ধারণ করেছেন মোট ৪৫ জন খেলোয়াড়। এ তালিকায় রয়েছেন ক্যামেরন গ্রিন, লিয়াম লিভিংস্টোন, রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, স্টিভ স্মিথ, ডেভিড মিলার সহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য তারকারা। গত মরশুমে অবিক্রিত থাকলেও মুস্তাফিজুর রহমান, আলজারি জোসেফ, অ্যাটকিনসনের মতো খেলোয়াড়রা এবারও সর্বোচ্চ ভিত্তিমূল্যেই রেখেছেন।
advertisement
3/5
নিলামকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো ইতোমধ্যেই নিজেদের দল সাজানোর প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স (৬৪.৩ কোটি টাকা) এবং চেন্নাই সুপার কিংস (৪৩.৪ কোটি টাকা) সবচেয়ে বেশি পুঁজি নিয়ে নিলামে নামছে। বিশেষত তাদের বিদেশি স্লট খালি থাকায় উচ্চমূল্যের বেশ কিছু আন্তর্জাতিক তারকার প্রতি তাদের নজর থাকতে পারে। বিশেষ করে পিঠের চোট কাটিয়ে ফেরা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে ঘিরে আগ্রহ থাকবে দুই দলেরই।
advertisement
4/5
যদিও তালিকায় রয়েছে ১,৩৫৫ জন ক্রিকেটার, কিন্তু নিলামে সুযোগ থাকবে মাত্র ৭৭ জনের—যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ ৩১। তাই প্রতিযোগিতা হবে কঠিন। দশটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের চাহিদা অনুযায়ী সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে, যার ভিত্তিতেই চূড়ান্ত নিলাম তালিকা প্রকাশ করা হবে।
advertisement
5/5
এই বছরের মিনি নিলামে বিশেষভাবে নজর থাকবে মায়াঙ্ক আগরওয়াল, হাসারাঙ্গা, পাথিরানা, মুজিব, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, ফিন অ্যালেন সহ বেশ কিছু ফর্মে থাকা তারকার দিকে। গত মরশুমে অবিক্রিত থাকা কয়েকজন খেলোয়াড় এ বছর আবারও নিজেদের প্রমাণের সুযোগ পেতে পারেন। সব মিলিয়ে এবারের মিনি নিলাম হতে চলেছে উত্তেজনায় ভরা এক জমজমাট আয়োজন।