গ্রুপ পর্বের ম্যাচে মাঠে ঝামেলায় জড়িয়েছিলেন দু’জনে, কোয়ালিফায়ারে শ্রেয়স আউট হতে আলাদাই ‘সেলিব্রেশন’ কোহলির !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
চলতি আইপিএলেই গ্রুপ পর্বের ম্যাচে মাঠে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি ও শ্রেয়স। যা নিয়ে বিতর্কও হয়েছিল। অনেকেই বলছেন, এদিন শ্রেয়স ব্যর্থ হতে যেন সেই শত্রুতাই ঝালিয়ে নিলেন কোহলি।
advertisement
1/6

গত বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দাপটের প্রধান কারণ ছিলেন ওপেনার ফিল সল্ট। তাঁকেই এ বারের আইপিএলের আগে ছেড়ে দিয়েছিল কলকাতা। ছেড়ে দিয়েছিল স্পিনার সুযশ শর্মাকেও। বৃহস্পতিবার তাঁদের কাঁধে চড়েই আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। এদিকে আইপিএলের প্লে অফের মতো হাইভোল্টেজ ম্যাচে কোনও ঘটনা ঘটবে না, তা কী আর হয় ৷ বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে শ্রেয়স ব্যাট হাতে ব্যর্থ হতেই কোহলির সেলিব্রেশন অনেককে মনে করিয়ে দিচ্ছে দুই তারকার অতীত ঝামেলার কথা। (Photo: AP)
advertisement
2/6
পঞ্জাব কিংসের ইনিংসের চতুর্থ ওভার। জস হ্যাজলউডের বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়ানে ফেরেন শ্রেয়স আইয়ার। উইকেটের পিছনে কোনও ভুল করেননি আরসিবির উইকেটকিপার জিতেশ শর্মা। মাত্র ৩ বলে ২ রান করে পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আউট হতেই জ্বলে উঠলেন বিরাট কোহলি। (Photo: AP)
advertisement
3/6
শ্রেয়স আউট হতেই এদিন ফের দেখা গেল পুরনো কোহলির ঝলক। হ্যাজলউডের বলের বাড়তি বাউন্স সামলাতে না পেরে কট বিহাইন্ড হন শ্রেয়স। তিনি আউট হতেই আগ্রাসী উৎসব শুরু করে দেন কোহলি। (Photo: AP)
advertisement
4/6
কোয়ালিফায়ার ওয়ানে শ্রেয়স ব্যাট হাতে ব্যর্থ হতেই কোহলির সেলিব্রেশন অনেককে মনে করিয়ে দিচ্ছে দুই তারকার অতীত ঝামেলার কথা। (Photo: AP)
advertisement
5/6
পঞ্জাব কিংসকে দুরমুশ করে ফাইনালে উঠেছে বেঙ্গালুরু। কিন্তু এখনই উৎসবে মাততে রাজি নন পাটীদার এবং সুযশ। অধিনায়ক পাটিদার সমর্থকদের উদ্দেশে বলেন, “আর একটা ম্যাচ বাকি, তার পর একসঙ্গে উৎসব করব।” একই সুর সুযশের গলাতেও। তিনি বলেন, “আজ রাতে উৎসব করব না। তবে ৩ জুন আইপিএলের ফাইনালের দিন প্রচণ্ড উৎসবে মাততে চাই।” (Photo: AP)
advertisement
6/6
চলতি আইপিএলেই গ্রুপ পর্বের ম্যাচে মাঠে ঝামেলায় জড়িয়েছিলেন কোহলি ও শ্রেয়স। যা নিয়ে বিতর্কও হয়েছিল। অনেকেই বলছেন, এদিন শ্রেয়স ব্যর্থ হতে যেন সেই শত্রুতাই ঝালিয়ে নিলেন কোহলি। (Photo: AP)