IPL Mega Auction 2025: আইপিএলে এবার দামের রেকর্ড এবার ভাঙবে! AI- ভবিষ্যতবাণী এই ক্রিকেটাদের দলে পেতে নিলাম টেবলে উড়বে কোটি কোটি টাকা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL Mega Auction 2025: কেকেআরের গতবারে সেরা দামি কিনেছিল, এবার কাদের ঝোলায় যাবে সেরা দামি ক্রিকেটার, রইল সুলুকসন্ধান
advertisement
1/7

আইপিএল ২০২৫ মেগা নিলাম : এগিয়ে আসছে পরের মরশুমের আইপিএলের সময়৷ স্ট্র্যাটেজির পাশাপাশি এবার সব ফ্রাঞ্চাইজিদের নজরেই আইপিএলের মেগা নিলাম৷ ফলে সব দলই সেই নিলাম থেকে নিজেদের দলকে নতুনভাবে সাজিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে৷
advertisement
2/7
নিলামে গতবারের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিচেল স্টার্ক৷ তিনি আইপিএলের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন৷ কেকেআর ২৪.৭৫ কোটি টাকায় কিনেছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার রিসার্চ অনুসারে এবারে একাধিক বড় খেলোয়াড় আইপিএল ২০২৫ নিলাম টেবলে যাঁরা উঠবেন তাঁরা যে কেউ এই রেকর্ড ভাঙতে পারেন। মেটা এআইয়ের হিসেবে জানিয়েছে কোন পাঁচজন খেলোয়াড়দের দলে পেতে যে কোনও অঙ্কের টাকা নিয়ে বাজি লাগাতে পারে আইপিএল ফ্রাঞ্চাইজিরা৷
advertisement
3/7
রোহিত শর্মামুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়কের দল ছাড়ার বিষয়ে তীব্র আলোচনা জারি রয়েছে এবং আশা করা হচ্ছে তিনি অন্য দলে যোগ দেবেন। এআই অনুসারে, রোহিত শর্মাকে যদি মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেয়, তাহলে ওপেন নিলাম টেবলে রোহিত এলে তাঁর উপরে অর্থের বর্ষণ হতে পারে৷
advertisement
4/7
কেএল রাহুলএআই অনুসারে, গত মরশুম পর্যন্ত লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল এবার তাঁর দল ছাড়তে পারেন। কেএল রাহুলের আরসিবিতে যোগ দেওয়ার কথা রয়েছে, তবে তিনি যদি নিলামে আসেন তবে তিনি বাম্পার বিড পেতে পারেন।
advertisement
5/7
ট্র্যাভিস হেডএআই অনুসারে, সানরাইজার্স হায়দরাবাদ ট্র্যাভিস হেডকে ছেড়ে দিতে হতে পারে। যদি অজি এই তারকা মেগা নিলামে প্রবেশ করে তবে তাকে দলে পাওয়ার জন্য বড় টাকার থলি নিয়ে আসরে নামতে পারেন ফ্রাঞ্চাইজি মালিকেরা৷
advertisement
6/7
স্টিভ স্মিথ২০২৫ সালের আইপিএলে ফিরতে পারেন স্টিভ স্মিথ। স্মিথ সম্প্রতি টি-টোয়েন্টিতে ঝোড়ো খেলছেন এবং এআই অনুসারে, তিনি নিলামে কোটি কোটি টাকা আয় করতে পারেন।
advertisement
7/7
মিচেল স্টার্কআইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ককে ছেড়ে দিতে বাধ্য হতে পারে কেকেআর। ফের নিলামের টেবলে এলে এআই অনুসারে তার জন্যে কোটি কোটি টাকা খরচ করতে পারে ফ্রাঞ্চাইজিরা৷