পাহাড়ে ঘেরা সমুদ্র তীরে পরনে শুধু তোয়ালে! সঙ্গী কে? ভাইরাল শুভমান গিলের ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shubman Gill 6 Pack Abs Photos Goes Viral: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ছুটির মেজাজে ভারতীয় দল। আইপিএলে নামার আগে কিছুদিন ছুটি উপভোগ করছেন ক্রিকেটার। সেই তালিকায় বাদ নেই শুভমান গিলও।
advertisement
1/5

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হতেই ছুটির মেজাজে ভারতীয় দল। আইপিএলে নামার আগে কিছুদিন ছুটি উপভোগ করছেন ক্রিকেটার। সেই তালিকায় বাদ নেই শুভমান গিলও।
advertisement
2/5
ধরমশালায় পাহাড়ের কোলে সমুদ্রের তীপে ঘুরতে গিয়েছেন শুভমান গিল। পিছনে স্বচ্ছ নীল জল, সবুজে ঘেরা পাহাড়। আর সামনে সিক্স প্যাক অ্যাবস দেখাচ্ছেন শুভমান গিল। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
advertisement
3/5
নিজের ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি শেয়ার করেছেন শুভমান গিল। সেখানে শুভমানের পরনে শুধু টাওয়াল, মাথায় হ্যাট, পিঠে ছোট্ট ব্যাগ। ক্যাপশনে লিখেছেন, ‘Beachside reps, worldwide steps!’ (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
advertisement
4/5
গিলের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে। লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছেন। নারী মনে ঝড় তুলেছে গিলের এই ছবি। অনেকে আবার জানতে চেয়েছেন তিনিই একাই রয়েছেন, না সঙ্গে স্পেশাল কেউ রয়েছে। (ছবি সৌ: শুভমান গিল ইনস্টাগ্রাম)
advertisement
5/5
প্রসঙ্গত, ছুটি কাটিয়ে নিজের আইপিএল দল গুজরাত টাইটান্সে যোগ দেবেন শুভমান গিল। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় এবার গুজরাতকে নেতৃত্ব দেবেন তিনি। নতুন ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছেন গিল।