TRENDING:

Nicholas Pooran:যেমন রূপ তার তেমন ফিগার, স্বামীর ব্যাটের মতই উষ্ণতার ঝড় তোলেন পুরানের লাস্যময়ী স্ত্রী, রইল ছবি

Last Updated:
Nicholas Pooran: আরসিবির বিরুদ্ধে ২০১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে লাস্ট বল থ্রিলারে জয় পায় লখনউ। কেএল রাহুলের দলের জয়ে বড় ভূমিকা নেন নিকোলাস পুরান। ১৯ বলে ৬২ করেন পুরান। এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নিকোলাস পুরান। ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহলী নেটিজেনরা।
advertisement
1/7
যেমন রূপ তেমন ফিগার,স্বামীর ব্যাটের মতই উষ্ণতার ঝড় তোলেন পুরানের স্ত্রী,রইল ছবি
সোমবার আরসিবির বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে লাস্ট বল থ্রিলারে জয় পায় লখনউ। কেএল রাহুলের দলের জয়ে বডড ভূমিকা নেন নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিস। ৩০ বলে ৬৫ করেন স্টয়নিস ও ১৯ বলে ৬২ করেন পুরান।
advertisement
2/7
এরপরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নিকোলাস পুরান। ক্রিকেটের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও জানার কৌতুহলী নেটিজেনরা। ২০২১ সালে নিজের দীর্ধদিনের বান্ধবী ক্যাথরিনা মিগুয়েলকে বিয়ে করেন লখনউ সুপার জায়ান্টসের ক্যারিবিয়ান সুপার স্টার নিকোলাস পুরান।
advertisement
3/7
ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করেছিলেন পুরান। ক্যাপশনে তিনি লিখেছিলেন, "জেসাস আমায় জীবনের নানা জিনিসে আশীর্বাদ করেছেন। এবার আমার জীবনে ক্যাথরিন মিগুয়েলকে এনে জেসাস আমার জীবনকে সম্পূর্ণ করেছেন। মিস্টার ও এবং মিসেস পুরানকে স্বাগত।"
advertisement
4/7
নিকোলাস পুরানে সঙ্গে ছোট বেলা থেকেই সম্পর্ক ছিল তার বান্ধবী ক্যাথরিনা মিগুয়েলের। দীর্ঘ বছরের প্রেম তাদের। দুজনকে একাধিকবার দেখা গিয়েছে সময় কাটাতে। ছোট বেলা থেকে সম্পর্ক থাকায়া পুরান ও ক্যাথরিনা খুব ভাল বন্ধু।
advertisement
5/7
নিকোলাস পুরানের স্ত্রী ক্যাথরিনা খুবই হট ও সেক্সি। আনন্দে থাকতে ভালোবাসেন তিনি। পার্টি করতে তিনি খুবই পছন্দ করেন । একাধিক পার্টিতেও দেখা যায় তাকে। সোশাল মিডিয়ায় খুব সক্রিয় ক্যাথরিনা মিগুয়েল। তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় নিজের ঘন ঘন হট ছবি শেয়ার করে তিনি।
advertisement
6/7
তার বিকিনি পড়া যাবে ছবি সোশাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়। বিকিনি পরিহিত ক্যাথরিনাকে খুবই হট অ্যান্ড সেক্সি দেখায়। এই কাপল যে বিন্দাস লাইফ কাটাতে পছন্দ করেন। ক্যাথরিনা ও পুরান মাঝে মধ্যে একসঙ্গে সমুদ্রে স্নানে যান। তারা দুজনেই সমুদ্র স্নান খুব পছন্দ করেন।
advertisement
7/7
বিকিনি ছাড়াও নিজের একাধিক হট অ্যান্ড সেকক্সি ছবি সোশ্য়াল মিডিয়ায় শেয়ার করেন ক্যাথিরনা। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আইপিএলের সময় পুরানের সঙ্গে ভারতে আসেন ক্যাথরিনা। আরসিবির বিরুদ্ধে বিস্ফোরক ইনিংসের পর পুরানকে শুভেচ্ছাও জানিয়েছেন তাঁর স্ত্রী।
বাংলা খবর/ছবি/খেলা/
Nicholas Pooran:যেমন রূপ তার তেমন ফিগার, স্বামীর ব্যাটের মতই উষ্ণতার ঝড় তোলেন পুরানের লাস্যময়ী স্ত্রী, রইল ছবি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল