KKR vs GT: এবার দল থেকে রাসেল-নারিন দুজনই বাদ? মুখ খুললেন কেকেআর কোচ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs GT: বর্তমানে সেরা ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। বিগত কিছু মরসুম ধরে পারফরম্যান্স গ্রাফ পড়ছিল ঠিকই কিন্তু এবার একেবারেই ফর্মে নেই রাসেল-নারিন জুটি। এবার তাদের নিয়েখুললেন চন্দ্রকান্ত পণ্ডিত।
advertisement
1/6

একসময় কলকাতা নাইট রাইডার্সের দুই সেরা অস্ত্র ছিলেন দুই ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। নাইটদের বহু যুদ্ধ জয়ের সাক্ষী এই দুই তারকা।
advertisement
2/6
একদিকে সুনীল নারিনের মিস্ট্রি স্পিন বোলিং যা বুঝতে ব্যাটারদের কালঘাম ছুটে যেত। অপরদিকে রাসেলের মাসেল পাওয়ার। ব্যাট হাতে রীতিমত তাণ্ব করতেন দ্রে রাস।
advertisement
3/6
কিন্তু বর্তমানে সেই ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। বিগত কিছু মরসুম ধরে পারফরম্যান্স গ্রাফ পড়ছিল ঠিকই কিন্তু এবার একেবারেই ফর্মে নেই রাসেল-নারিন জুটি।
advertisement
4/6
লাগাতার অফ ফর্মের কারণে একদা ম্যাচ উইনারদের প্রতি আস্থাও হারিয়েছে কেকেআর ফ্যানেরা। ২ জনকে দল থেকে বাদ দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকেই। এই বিষয়ে এবার মুখ খুললেন চন্দ্রকান্ত পণ্ডিত।
advertisement
5/6
কেকেআরের কোচ এখনই আস্থা হারাচ্ছেন না দলের দুই সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের উপর। তাদের নিয়ে হাল ছাড়তেও নারাজ কেকেআর কোচ। খুব দ্রুত ২ জনই ফর্মে ফেরার বিষয়ে আশাবাদী কেকআর কোচ।
advertisement
6/6
চন্দ্রকান্ত পণ্ডিত বলেন,'এখনই নারিন ও রাসেলের ফর্ম নিয়ে ভাবছি না আমি। ওদের অভিজ্ঞতা অনেক। এই মুহূর্ত সময়টা খারাপ যাচ্ছে। তবে আমার আশা খুব তাড়াতাড়ি ওরা আগের মতো ফর্মে ফিরবে। কারণ এই ২ জনকে ছাড়া কেকেআর অসম্পূর্ণ।'