Rinku Singh: সামনেই রিঙ্কু সিংয়ের বিয়ে! কেকেআর তারকার 'উপহার' ঘোষণা করে দিয়েছেন শাহরুখ খান
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rinku Singh: এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-এ ৮ ম্যাচে ৬২-র বেশি গড়ে ২৫১ রান করে ফেলেছেন রিঙ্কু সিং। রয়েছে ২টি হাফ সেঞ্চুরি। কেকেআর তারকার সর্বোচ্চ স্কোর ৫৮। গুজরাতের বিরুদ্ধে দুরন্ত ৫ ছক্কা পর শুধু ফ্যানেরাই নয় রিঙ্কুতে মজেছেন খোদ কেকেকআর কর্ণধার শাহরুখ খান।
advertisement
1/7

এবার আইপিএলে কেকেআরে সবথেকে ধারাবাহিক ব্যাটারের নাম রিঙ্কু সিং। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৫ বলে ৫ ছক্কা মেরে জেতানোর পর তারকা হয়ে উঠেছেন রিঙ্কু।
advertisement
2/7
এখনও পর্যন্ত আইপিএল ২০২৩-এ ৮ ম্যাচে ৬২-র বেশি গড়ে ২৫১ রান করে ফেলেছেন রিঙ্কু সিং। রয়েছে ২টি হাফ সেঞ্চুরি। কেকেআর তারকার সর্বোচ্চ স্কোর ৫৮।
advertisement
3/7
গুজরাতের বিরুদ্ধে দুরন্ত ৫ ছক্কা পর শুধু ফ্যানেরাই নয় রিঙ্কুতে মজেছেন খোদ কেকেকআর কর্ণধার শাহরুখ খান। রিঙ্কু সিংকে স্পেশাল ম্যাসেজও দিয়েছেন এসআরকে।
advertisement
4/7
গুজরাত ম্যাচের পর রিঙ্কুকে ফোন করেছিলেন এসআরকে। সেই সময় শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিং খানের সঙ্গে কী কথা হয়েছিল তা এক সাক্ষাৎকারে জানিয়েছেন রিঙ্কু।
advertisement
5/7
জিও সিনেমা অ্যাপে একটি সাক্ষাৎকারে রিঙ্কু সিং বলেন,'ম্যাচের পারফরম্যান্স নিয়ে প্রথমে শুভেচ্ছা জানিয়েছিলেন। অবিশ্বাস্য ইনিংস বলেছিলেন। আগামিতে এমন পারফরম্যান্স চালিয়ে যেতে বলেছিলেন।'
advertisement
6/7
এছাড়া রিঙ্কু বলেন,'আমার বিয়ের কথা জিজ্ঞাসা করছিলেন শাহরুখ খান। বলছিলেন, অনেকেই নিজেদের বিয়েতে আমাকে আমন্ত্রণ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যাই না। তবে তোমার বিয়েতে কিন্তু আমাকে অবশ্যই ডাকবে। আমি সেখানে গিয়ে নাচব।'
advertisement
7/7
রিঙ্কু সিংয়ের এই সাক্ষাৎকারের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে সামনেই কী বিয়ে কেকেআর তারকার। তা না হলে শাহরুখ খান কেন হঠাৎ বিয়েক কথা বলতে যাবে। অবশ্য নিজের বিয়ে নিয়ে কোনও মুখ খোলেননি রিঙ্কু সিং।