IPL 2023 Champion CSK: ধোনি-জাদেজা থেকে রাহানে-দুবে, সিএসকে তারকাদের পরিবারের সঙ্গে আইপিএল জয় সেলিব্রশন, রইল ছবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Champion CSK: রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার হতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। আইপিএল জয়ের পর পরিবারের সঙ্গে সুন্দ মুহূর্তে কাটান সিএসকে তারকারা।
advertisement
1/10

রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাত টাইটান্সকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। শেষ বলে চার হতেই আবেগের বাঁধ ভাঙে সিএসকে ডাগআউটের। আইপিএল জয়ের পর পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্তে কাটান সিএসকে তারকারা।
advertisement
2/10
ম্যাচে শেষ মুহূর্তে গ্যালারিতে খুব টেনশনে দেখাচ্ছিল ধোনির স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে। ম্যাচ জেতার পর মাঠে নেমেই ধোনিকে জড়িয়ে ধরেন জিভা। তৃপ্তির হাসি সাক্ষীর মুখেও। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
3/10
সিএসকের আইপিএল জয়ের অন্যতম সেরা তারকা রবীন্দ্র জাদেজা। তার ব্যাটেই শেষ মুহূর্তে জয় পায় চেন্নাই। ম্যাচের পর তাকেও দেখা যায় পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
4/10
এবারের আইিপএল নিজেকে নতুনভাবে ফিরে পেয়েছেন অজিঙ্কা রাহানে। ফাইনালেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন জিঙ্কস। চ্যাম্পিয়ন হওয়ার পর পরিবারের সঙ্গে দেখা যায় তাকেও। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
5/10
এবারের আইপিএলে সিএসকের বিগ হিটারদের মধ্যে অন্যতম শিবম দুবে। ফাইনালেও খেলেছেন ঝোড়ো ইনিংস। ম্যাচ শেষে হোটেলে পরিবারের সঙ্গে ছবি শেয়াক করেন তিনি। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
6/10
একসময় আইপিএল ম্যাচ শেষে মাঠেই বান্ধবীকে প্রপোজ করেছিলেন দীপক চাহার। ২০২৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীর সঙ্গে ফটো সেশন করেন সিএসকের পেসার। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
7/10
এবারের আইপিএলে সিএসকের ওপেনিংয়ে দুরন্ত ফর্মে ছিলেন রুতুরাজ গায়কোয়াড়। ফাইনালেও খেলেছেন দুরন্ত ইনিংস। চ্যাম্পিয়ন হওয়ার পর তাকেও পাওয়া যায় খোশ মেজাজে। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
8/10
ওপেনিং চেন্নাইয়ের ৬০০ উপর রান করেছেন কিউই তারকা ডেভন কনওয়ে। ফাইনালেও করেছেন সর্বোচ্চ রান। আইপিএল জয়ের পর স্ত্রীর রোমান্টিক মুহূর্তে দেখা যায় তাকেও। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
9/10
সিএসকে-তে বেশ কিছু বছর ধরেই খেলছেন মইন আলি। দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার তিনি। চ্যাম্পিয়ন হওয়ার পর তাকেও পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। ছবি সৌ: সিএসকে ট্যুইটার
advertisement
10/10
সিএসকের কিউই বাঁ হাতি স্পিনার মিচেল স্যান্টনার এবার খুব একটা খেলার সুযোগ পাননি। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সদ্যজাত সন্তান ও স্ত্রীর সঙ্গে দেখা যায় তাঁকেও। ছবি সৌ: সিএসকে ট্যুইটার