West Bengal news: অত্যাধুনিক সুবিধা-সহ আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম পেল রাজ্য, জেনে নিন কী কী সুবিধা থাকবে
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Sports news: শহর তিলোত্তমা পেল আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। আর এর ফলে বাংলার ক্রীড়াঙ্গনে যোগ হল এক নতুন পালক। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয়েছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনার, রুদ্র নারায়ণ রায়: শহর তিলোত্তমা পেল আন্তর্জাতিক মানের হকি স্টেডিয়াম। আর এর ফলে বাংলার ক্রীড়াঙ্গনে যোগ হল এক নতুন পালক। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে উদ্বোধন হয়েছে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়াম
advertisement
2/6
ধনধান্য স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চ থেকেই এই হকি স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা দেব-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা
advertisement
3/6
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে একসঙ্গে ২২ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, নবনির্মিত এই স্টেডিয়ামে রয়েছে সিন্থেটিক অ্যাস্ট্রোটার্ফ, ওয়ার্ম-আপ জোন, অস্ট্রেলিয়ান ধাঁচের আধুনিক গ্যালারি, দুটি সুসজ্জিত ড্রেসিংরুম, ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, ভিভিআইপি বক্স, আম্পায়ার রুম, ডোপ টেস্টিং ও মেডিক্যাল রুম, সম্প্রচারের জন্য নির্দিষ্ট কক্ষ, ভিডিয়ো অন্যালিস্ট রুম এবং প্রেস কর্নার
advertisement
4/6
বাংলার হকির ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। কারণ, আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) নবনির্মিত এই স্টেডিয়ামকে ‘ক্যাটাগরি ২’ সার্টিফিকেট প্রদান করেছে। এর অর্থ, জাতীয় স্তরের প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক ম্যাচ- উভয়ই আয়োজন করা যাবে এখানে। এই স্বীকৃতির মেয়াদ থাকবে ২০২৭ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত
advertisement
5/6
এর আগে ভারতের মধ্যে ভুবনেশ্বর, রায়পুর, রাঁচি, চেন্নাই ও নয়াদিল্লির হকি স্টেডিয়ামগুলো এই স্বীকৃতি পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা
advertisement
6/6
বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে। এই হকি স্টেডিয়াম সেই অগ্রগতির প্রতীক। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এই স্টেডিয়াম শুধু একটি অবকাঠামো নয়, বরং বাংলার হকিতে নতুন সূর্যোদয়ও ঘটাবে