Ind vs Eng Test: ভারতীয় দলে ছাঁটাই শুরু, গম্ভীরের 'প্রিয়' পেসার বাড়ির পথে, হেরেই গোলমাল শুরু!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ind vs Eng- হেডিংলে টেস্ট হারের পর গম্ভীর ও শুভমানকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ৫ উইকেটে হারের পর অনেকে বলেন, যশস্বী ক্যাচ মিস না করলে ফল অন্যরকম হতে পারত।
advertisement
1/6

হারের পরই ভারতীয় দলে ছাঁটাই শুরু। এবার এক পেসারকে ছেড়ে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ১৮ জনের দলে আর রাখা হল না তাঁকে।
advertisement
2/6
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে শার্দুল ঠাকুরকে নিয়ে প্রশ্ন উঠেছিল সব থেকে বেশি। কারণ ব্যাটে-বলে তিনি কার্যকরী ভূমিকা নিতে পারেননি। এর বাইরে যশস্বী জয়সওয়ালের ক্যাচ ফেলা নিয়েও প্রশ্ন উঠেছে।
advertisement
3/6
এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথমে ১৮ জনের দলে রাখা হয়নি হর্ষিত রানাকে। তার পর তাঁকে আবার দলে নেওয়া হয়। তবে এবার তাঁকে ১৮ জনের স্কোয়াড থেকে বাদ দেওয়া হল।
advertisement
4/6
গম্ভীর বলছেন, সিরিজ শুরুর আগে কয়েকজনের চোট সমস্যা ছিল। তাই হর্ষিতকে দলে রাখা হয়। এখন কারও চোট নেই। তাই হয়তো ওকে ম্যানেজমেন্ট সরিয়ে রেখেছে। আমি এখনই আসল কারণ বলতে পারব না। কথা বলতে হবে।
advertisement
5/6
হেডিংলে টেস্ট হারের পর গম্ভীর ও শুভমানকে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ৫ উইকেটে হারের পর অনেকে বলেন, যশস্বী ক্যাচ মিস না করলে ফল অন্যরকম হতে পারত। তবে গম্ভীর প্রথম থেকেই যশস্বীর হয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন, কেউ ইচ্ছে করে ক্যাচ ফেলে না। এমন হতেই পারে।
advertisement
6/6
৩৭১ রান তাড়া করে শেষ দিন ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এমন ম্যাচ যে হারতে হবে, তা হয়তো ভারতীয় দলের ক্রিকেটাররাও ভাবতে পারেননি। পরের টেস্ট খেলতে বার্মিহাম পৌঁছেছে টিম ইন্ডিয়া। সেখানে আপাতত ২ দিন বিশ্রাম নেবে দল।