সারাদিন শুধু ক্রিকেট! পড়াশোনা কতদূর হার্দিক পান্ডিয়ার! জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Celeb Education, Hardik Pandya Education: হার্দিক পান্ডিয়র শিক্ষাগত যোগ্যতা কী! জেনে নিন।
advertisement
1/5

খেলা আর খেলা। খেলার জন্য পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ক্রুনাল পান্ডিয়া ক্রিকেট প্র্য়াকটিস করতেন। পরে কােচের পরামর্শ মেনে হার্দিকও ট্রেনিং শুরু করেন।
advertisement
2/5
একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম হার্দিকের। বাবা হিমাংশু পান্ডিয়া গড়ির ফিনান্স-এর ছোট ব্যবসা করতেন। মা নলিনী পান্ডিয়া গৃহবধূ। ছোটবেলায় সারাদিন ক্রিকেট নিয়েই পড়ে থাকতেন পন্ডিয়া।
advertisement
3/5
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে ভারতীয় দলকে শেষ ওভারে ম্যাচ জিতিয়ে হার্দিক এখন সমর্থকদের নয়নের মণি। সেই পান্ডিয়া একটা সময় দাদা ক্রুনালের সঙ্গে মাঠে যেতেন। প্রথম দিকে তিনি ক্রিকেট খেলা শুরু করেননি।
advertisement
4/5
ক্রুনাের কোচ কিরণ মোরের পরামর্শে হার্দিক ক্রিকেট খেলা শুরু করেন। পান্ডিয়া পরিবারের আর্থিক পরিস্থিতি ভাল ছিল না। সেই জন্য তিন বছর কোচ তাদের থেকে পারিশ্রমিক নেননি।
advertisement
5/5
ক্লাস নাাইন-এ পড়ার সময় হার্দিক বাবা-মাকে জানিয়ে দেন, তিনি আর পড়াশোনা করতে চান না। স্রেফ ক্রিকেট খেলতে চান। বেশ কিছু মিডিয়া রিপোর্টস জানায়, হার্দিক পান্ডিয়া ক্লাস নাইনের পরীক্ষায় পাস করেননি। তাই তিনি নিজেকে ক্লাস এইট পাস বলেন।