Asia Cup 2025: এশিয়া কাপে বাদ খোদ অধিনায়কই! কে পাচ্ছেন দায়িত্ব? বড় চমক দেবে ভারতীয় দল!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: ইংল্যান্ড সফরের পর এক মাসের বিরতি। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ থেকে ফের মাঠে ফিরবে টিম ইন্ডিয়া। তার আগে টিম কম্বিনেশন কী হবে তা নিয়ে জোর জল্পনা। বড়সড় চমকে দেওয়া কোনও পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
1/7

ইংল্যান্ড সফরের পর এক মাসের বিরতি। ৯ সেপ্টেম্বর এশিয়া কাপ থেকে ফের মাঠে ফিরবে টিম ইন্ডিয়া। তার আগে টিম কম্বিনেশন কী হবে তা নিয়ে জোর জল্পনা। বড়সড় চমকে দেওয়া কোনও পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
2/7
এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়কত্বে পরিবর্তন আসার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে টি-২০ ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব।
advertisement
3/7
ভারত তার শেষ টি২০ সিরিজ এই বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিল। সেই সময় দলে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, মহম্মদ সিরাজ, এবং জসপ্রীত বুমরাহ ছিলেন না। যদি এই খেলোয়াড়রা এশিয়া কাপে সুযোগ পান, তাহলে দলের চেহারাই বদলে যাবে।
advertisement
4/7
শুভমান গিলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করার পর অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু ব্যাটিং ও অধিনায়কত্ব দুই বিভাগেই সমালোচকদের ইংল্যান্ড সফরে জবাব দিয়েছেন গিল। এশিয়া কাপে তাঁকে অধিনায়ক করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
advertisement
5/7
ইতিমধ্যেই মহম্মদ কাইফ একদিনের ক্রিকেটে রোহিত শর্মার পরিবর্তে গিলকে অধিনায়ক করার দাবি জানিয়েছেন। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে গিলকে বোর্ড ৩ ফরম্যাটেই অধিনায়ক করতে পারে। সেক্ষেত্রে অধিনায়কত্ব হারাবেন সূর্যকুমার যাদব।
advertisement
6/7
সূর্যকুমার যাদব এশিয়া কাপের আগে ফিট হয়ে উঠবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে! স্পোর্টস হারনিয়ার অস্ত্রোপচারের পর যদিও তিনি ট্রেনিং শুরু করেছেন। অন্যদিকে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনাই বেশি। দুই তারকাকে নিয়েই খুব বেশি ঝুঁকি নিতে চাইবে না বোর্ড।
advertisement
7/7
অপরদিকে, ২৮ সেপ্টেম্বর এশিয়া ভারত যদি এশিয়া কাপের ফাইনালে ওঠে, তাহলে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে। ফলে গিলকে এশিয়া কাপে খেলানো হবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। শেষমেশ কোন সিদ্ধান্ত নেয় বোর্ড সেটাই দেখার।