India vs Pakistan: এবার পাকিস্তান বোর্ডের বিরোধী সুর বাবর আজমের, ভারতে বিশ্বকাপ নিয়ে জানালেন নিজের স্পষ্ট ভাবনা
- Published by:Sudip Paul
Last Updated:
India vs Pakistan: এশিয়া কাপ নিয়ে এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশের তরজা অব্যাহত। এশিয়া কাপ ভারত পাকিস্তানে খেলতে যাবে না জানাতেই পাল্টা চাল দিয়েছে পিসিবি। ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুমকি দিয়েছে পিসিবি। এবার এই বিষয়ে মুখ খুললেন বাবর আজম।
advertisement
1/6

পাকিস্তান থেকে এশিয়া কাপ অন্যত্র সরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে এখও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন ভারত পাকিস্তানে খেলতে যাবে না। পাকিস্তান থেকে সরলে কাতার বা আরব আমিরশাহিতে হতে পারে এশিয়া কাপ।
advertisement
2/6
ভারত পাকিস্তানে খেলতে না গেলে এশিয়া কাপের স্থান পরিবর্তন নিশ্চিৎ বলে মনে করছেন ক্রিকেট প্রেমিরা। এরপরই সুর চড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা। ঘরের মাটিতে এশিয়া কাপ আয়োজন ধরে রাখার জন্য পাল্টা চাপ দেওয়ার পথে হাঁটে পাকিস্তান।
advertisement
3/6
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ় রাজা বলেছেন যে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।এশীয় ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে পিসিবি-র নতুন বোর্ড প্রধান নাজাম শেঠী বলেন, “ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তা হলে আমরাও ভারতে যাব না। ২০২৩ সালের বিশ্বকাপে পাকিস্তান নাও থাকতে পারে।”
advertisement
4/6
কিন্তু এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই প্রকারন্তরে বিরোধীতা করলেন অধিনায়ক বাবর আজম। পিসিবির চেয়ারম্যান থেকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা যেখানে ভারতে বিশ্বকাপ খেলতে না আসার হুমকি দিচ্ছেন. সেখানে ভিন্ন সুর শোনা গেল বাবররে কথায়।
advertisement
5/6
এশিয়া কাপ নিয়ে দুই চিরপ্রতীদ্বন্্দ্বি দেশের মধ্যে উত্তাপ বাড়ছে সেখানে আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবর আজম বলেছেন,"এখন আমার প্রধান লক্ষ্য দেশের হয়ে এক দিনের বিশ্বকাপ জেতা। কয়েক মাস পরেই ভারতে বিশ্বকাপ হবে। ভাল পারফরম্যান্স করতে চাই বিশ্বকাপে। দলের জয়ে ভূমিকা রাখতে চাই।"
advertisement
6/6
বাবর আজম দুই দেশের মধ্যে রাজনৈতিক বিষয়ে ঢুকতে না চাইলেও পাক অধিনায়কের কথা থেকে পরিষ্কার যে ভারতে খেলতে আসা নিয়ে তার কোনও সমস্যা নেই। আর বাবর আজমের এই মন্তব্যকে পিসিবি বিরোধা সুর হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।