TRENDING:

India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে? ফাইনালের আগে জেনে নিন অজানা তথ্য

Last Updated:
What is the Weight and Market Price of World Cup 2023 Trophy: রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় গোটা দেশ। তবে বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে, তার ওজন কত, ট্রফিটির বাজামূল্য কত, এই সকল বিষয় অনেকেই জানেন না।
advertisement
1/7
IND vs AUS: বিশ্বকাপ ট্রফিটির দাম কত?কত কেজি সোনা-রুপো রয়েছে?জেনে নিন অজানা তথ্য
রবিবার বিশ্বকাপের মেগা ফাইনালষ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রলিয়া। ঘরের মাঠে তৃতীয়বার একদিনের ক্রিকেটে ভারতকে বিশ্বসেরা দেখার অপেক্ষায় প্রহর গুনছে ১৪০ কোটির দেশ।
advertisement
2/7
রোহিত শর্মার হাতে যেমন সোনালী ট্রফি দেখতে চাইছে গোটা দেশ। ঠিক তেমনই বিশ্বকাপ ট্রফির নানা বিষয় নিয়ে ফ্যানেদের জানার কৌতুহলও কম নয়। বিশ্বকাপ ট্রফিতে কতটা সোনা-রুপো রয়েছে, তার ওজন কত, ট্রফিটির বাজামূল্য কত, এই সকল বিষয় অনেকেই জানেন না। ফাইনালের আবহে সেই সকল তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
advertisement
3/7
১৯৭৫ সাল থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হলেও, তখন দেওয়া হতো না এখনকার মতো এই ট্রফি। বর্তমান ট্রফিটির আবির্ভাব ঘটে ১৯৯৯ সাল থেকে। এর আগে প্রতিটি জয়ী দেশকে দেওয়া হত, আলাদা আলাদা ডিজাইন ট্রফি। ১৯৯৯ সালের আগে আইসিসি একটি স্থায়ী ট্রফির কথা ভাবনায় আনে।
advertisement
4/7
আইসিসি চাইছিল একটি ব্যতিক্রমধর্মী টফি, যা একই সাথে প্রকাশ করবে ক্রিকেটের আদল ও বিশ্ব ভ্রাতৃত্ব। এই ট্রফিটির ডিজাইন করেছেন শিল্পী জো ক্লার্ক। ট্রফির উপরিভাগে বসানো হয় একটি গোলাকার গ্লোব। যা একই সাথে বল ও পৃথিবীকে বোঝায়। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপো। রুপোর তিনটি স্টাম্প, বেল, বসানো হয়েছে গোলাকার চাকতিতে।
advertisement
5/7
বিশ্বকাপ ট্রফিটির ওজন মোট ১১ কেজি। ট্রফিটি উচ্চতা ৬০ সেন্টিমিটার। বিশ্বকাপ ট্রফিতে বলটির ওজন প্রায় ৪ কেজি। এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে সোনা এবং রুপা। গোলাকার চাকতিতে বসানো হয়েছে রুপোর তিনটি স্টাম্প বেল। এই বিশ্বকাপ ট্রফির নিচের দিকে রয়েছে আইসিসির লোগো।
advertisement
6/7
পরবর্তীতে সিনিয়র জিজাইনার ডেভিড গ্লোবটির ওপরে খোদাই করে পৃথিবীর মানচিত্র আঁকেন। তবে অনেকেই মনে করতে পারেন বিশ্বকাপের ট্রফিটি সম্পূর্ণ সোনা কিংবা রুপা দিয়ে তৈরি। এটি ভুল ধারণা। মূলত ট্রফির রং ও স্থায়িত্ব বাড়ানোর জন্য একে কয়েকবার সোনা-রুপার জলে ভেজানো হয়েছে।
advertisement
7/7
এবার আসা যাক বিশ্বকাপ ট্রফিটির দাম কত অর্থাৎ ট্রফিটি তৈরি করতে কত খরচ হয়েছে। বর্তমান ট্রফিটি তৈরি করতে হয়েছে ৩০ হাজার মার্কিন ডলার অথবা ২৫ হাজার ব্রিটিশ পাউন্ড। ভারতীয় টাকায় ক্রিকেট বিশ্বকাপটির দাম হল প্রায় ২৫ লক্ষ টাকা। ট্রফিটিতে ১৯৯৯ থেকে সাল ও চ্যাম্পিয়ন দেশের নাম লেখা হয়। এখনও ১১টি জায়গা রয়েছে ট্রফিটিতে। তারপর বদল করতেহবে এই ট্রফি।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Australia World Cup 2023 Final: বিশ্বকাপ ট্রফিটির দাম কত? কত কেজি সোনা-রুপো রয়েছে? ফাইনালের আগে জেনে নিন অজানা তথ্য
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল