TRENDING:

এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির

Last Updated:
আহমেদাবাদ টেস্টে দীর্ঘ প্রতীক্ষার পর লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আহমেদাবাদ টেস্টে ১৮৬ রানের ইনিংসের সৌজন্যে এমন রেকর্ড গড়লেন বিরাট কোহলি যা নেই সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ব্রায়ান লারাদের।
advertisement
1/7
এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির
আহমেদাবাদ টেস্টে দীর্ঘ প্রতীক্ষার পর লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ১২০৫ দিন পর টেস্ট তিন অঙ্কের স্কোর করেন প্রাক্তন ভারত অধিনাক। ১৪ রানের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ রয়েছে।
advertisement
2/7
তবে আহমেদাবাদ টেস্টে ১৮৬ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। এই ইনিংসের সৌজন্যে এমন রেকর্ড গড়লেন বিরাট কোহলি যা নেই সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং, ব্রায়ান লারাদের।
advertisement
3/7
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফর্ম্যাট অর্থাৎ টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টিতে কম করে ১০ বার করে ম্যাচের সেরা হওয়ার নজির গড়লেন বিরাট কোহলি। ওডিআই ও টি-২০-তে আগেই ১০ বার করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। আহমেবাদে ম্যাচের সেরা হয়ে বৃত্ত সম্পূর্ণ করলেন বিরাট।
advertisement
4/7
এছাড়া আহমেদাবাদে সেঞ্চরি করার নিরিখেও একাধিক আরও রেকর্ড গড়েন বিরাট কোহলি। সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তিনি পিছনে ফেলে দেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডারকে। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ও দক্ষিণ আফ্রিকার হাসিম আমলাকে।
advertisement
5/7
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে এটি কোহলির ৮ নম্বর সেঞ্চুরি। এই নিরিখে তিনি ছুঁয়ে ফেলেন সুনীল গাভাসকরকে। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি ১১টি টেস্ট সেঞ্চুরি করেছেন সচিন তেন্ডুলকর। তিন ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির এটি ১৬ নম্বর আন্তর্জাতিক শতরান।
advertisement
6/7
দেশের মাটিতে আহমেদাবাদ টেস্ট ছিল বিরাট কোহলির ৫০তম টেস্ট ম্যাচ। কেরিয়ারের স্মরণীয় ম্যাচে আরও একটি নজির গড়েন বিরাট কোহলি। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান পূরণ করেন বিরাট কোহলি। ৫৯ রান করতেই এই রেকর্ড করেন কোহলি।
advertisement
7/7
আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ৭৫ তম শতরান করলেন বিরাট কোহলি। যা একমাত্র সচিন তেন্ডুলকরের রয়েছে। সচিনের থেকে অনেক কম ম্যাচে করলেন কোহলি। শততম সেঞ্চুরিরও একমাত্র মালিক সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের তালিকায় দ্বিতীয় স্থানে আগেই পৌছে গিয়েছিলেন বিরাট এখন। সামনে শুধু সচিন।
বাংলা খবর/ছবি/খেলা/
এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল