TRENDING:

IND vs AUS: উড়বে অজিদের ঘুম! তৈরি ভারতের ৫ তারকা, যারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য

Last Updated:
India vs Australia U19 World Cup 2024 Final: রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে ভারতের ষষ্ঠবার ওঅস্ট্রেলিয়ার চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। মেগা ম্যাচে ভারতের কোন ৫ ক্রিকেটার একার হাতে রং বদলে দিতে পারে ম্যাচের, চলুন দেখে নেওয়া যাক।
advertisement
1/6
উড়বে অজিদের ঘুম! তৈরি ভারতের ৫ তারকা, যারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই দক্ষিণ আফ্রিকার বেননিতে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল। একদিকে ভারতের ষষ্ঠবার ওঅস্ট্রেলিয়ার চতুর্থবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। মেগা ম্যাচে ভারতের কোন ৫ ক্রিকেটার একার হাতে রং বদলে দিতে পারে ম্যাচের, চলুন দেখে নেওয়া যাক।
advertisement
2/6
উদয় সাহারন: একদিকে যেমন দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন, অপরদিকে ব্যাট হাতেও তেমনই কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় ছয় ম্যাচে ৬৪ গড়ে ইতিমধ্যেই ৩৮৯ রান করে ফেলেছেন জুনিয়র টিম ইন্ডিয়ার অধিনায়ক। রয়েছে শতরানও। চাপের মুহূর্তে কীভাবে ঠান্ডা মাথায় ব্যাট করে ম্যাচ বার করতে হয় তা সেমিতে প্রমাণ করে দিয়েছেন উদয়।
advertisement
3/6
মুশির খান: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় দলে উদয়েক পর দ্বিতীয় সর্বাধিক রান করেছেন মুশির। রয়েছে ২টি শতরানও। ৬টি ম্যাচে ৬৭ গড় ও ১০১ স্ট্রাইক রেটে ৩৩৮ রান করেছেন তিনি। ফাইনালে মুশির খানের ব্যাট থেকে বড় ইনিংস দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা।
advertisement
4/6
সচিন ধাশ: ভারতীয় দলের ব্যাটিং টপ অর্ডারে দারুণ ছন্দে রয়েছেন সচিন ধাশ। সেমি ফাইনালে উদয় সাহারনের সঙ্গে জুটি বেঁধে দলকে পৌছে দিয়েছেন কাঙ্খিত লক্ষ্যে। প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৭৩.৫ গড়ে ২৯৪ রান করেছেন সচিন। রয়েছে একটি শতরানও।
advertisement
5/6
সাউমি পাণ্ডে: ভারতীয় দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র সাউমি পাণ্ডে। যুব বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিযোগিতায় ৬ ম্যাচে খেলে ১৭ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারীদের তালিকাতেও রয়েছেন সাউমি। ফাইনালের জন্য তৈরি তিনি।
advertisement
6/6
রাজ লিম্বানি: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের বোলিং লাইনে অন্যতম সেরা অস্ত্র রাজ লিম্বানি। প্রতিযোগিতায় দারুণ ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই প্রতিযোগিতায় ৮টি ম্যাচ খেলে ৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটের হাতও খারাপ নয়। ফাইনালেও নিজের ক্যারিশ্মা দেখাতে তৈরি রাজ লিম্বানি।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs AUS: উড়বে অজিদের ঘুম! তৈরি ভারতের ৫ তারকা, যারা বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল