IND vs ENG: ইংল্যান্ড সফরের ভারতীয় দলে বড় চমক! কে থাকছে আর কে বাদ? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG Test Series 2025: ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত। টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর ঘোষণার পর এটি প্রথম বড় দল নির্বাচন।
advertisement
1/6

ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত। ২০ জুন থেকে শুরু হতে চলেছে সফর। তার আগে ভারতীয় দলে কারা কারা সুযোগ পাবে তা নিয়ে চলছে জল্পনা।
advertisement
2/6
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর ঘোষণার পর এটি প্রথম বড় দল নির্বাচন। ফলে নতুন অধিনায়কের নাম ঘিরে জল্পনা আরও বেড়েছে। শুভমান গিল এগিয়ে থাকলেও বুমরাহর অভিজ্ঞতাও বিবেচনায় রাখা হচ্ছে।
advertisement
3/6
প্রতিবেদন অনুযায়ী, ভারতের জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর দল ঘোষণা করবেন। এই দলে ১৬ অথবা ১৭ জন খেলোয়াড় জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
advertisement
4/6
রোহিত-কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের কাছে ইংল্যান্ড সফর কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগের জন্যও কঠিন পরীক্ষা হতে চলেছে। বুমরাহ ৩টির বেশি ম্যাচে খেলবেন না বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
রোহিত ও বিরাট ছাড়া এই দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা খুব কম থাকবে। জশপ্রীত বুমরাহ, কে এল রাহুল ও রবীন্দ্র জাদেজা, শুভমান গিলদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এক ঝলকে দেখে নিন ইংল্যান্ড সফরে কেমন হতে পারে ভারতীয় দল।
advertisement
6/6
টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমূন্য ঈশ্বরণ, করুণ নায়ার, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, মহম্মদ শামি।