India vs Bangladesh: আরও কড়া ভারত! মুস্তাফিজুরকে IPL থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে এবার চরম সিদ্ধান্ত নিল BCCI
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে নয়া মোড়। বিসিসিআই এবার বাংলাদেশের বিরুদ্ধে ২০২৬ সালের নির্ধারিত সফর স্থগিত করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
advertisement
1/5

ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে নয়া মোড়। বিসিসিআই এবার বাংলাদেশের বিরুদ্ধে ২০২৬ সালের নির্ধারিত সফর স্থগিত করেছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
advertisement
2/5
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, BCCI এখন ভারত সরকারের অনুমোদন চাইবে এই সফরের জন্য। এতে ভারত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক কিছু ভারত এবং পাকিস্তানের মতো হতে পারে। এই দ্বিপাক্ষিক সফরটি ২০২৫ সালে হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের সম্পর্ক খারাপ হওয়ার কারণে তা সেই সময় স্থগিত করা হয়। ডিসেম্বর মাসে ভারত এবং বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের একটি ম্যাচও বাতিল করা হয়েছিল।
advertisement
3/5
প্রসঙ্গত, আগামী মাসেই শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। সেই সিরিজে ভারতেই নিজেদের ম্যাচগুলি খেলবে বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের এই সম্পর্কের টানাপড়েনের জেরে সেই বিশ্বকাপের সূচির কোনও পরিবর্তন ঘটে কি না সেটাই দেখার।
advertisement
4/5
প্রসঙ্গত, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরেই ভারত-বাংলাদেশ সম্পর্ক তুমুল ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এর মধ্যেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়। দাবি ওঠে ৯.২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহিমকে ছেড়ে দিতে হবে।
advertisement
5/5
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, তারা KKR-কে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে, এবং ফ্র্যাঞ্চাইজিও সেই নির্দেশ পালন করেছে।