ব্যাটিংয়ে বিহান মালহোত্রা এবং বৈভব সূর্যবংশী দলের হয়ে অনবদ্য পারফর্ম করেন। বিহান ১০৭ বলে ১০৯ রান করে অনবদ্য সেঞ্চুরি করেন। বৈভব মাত্র ৩০ বলে ৫২ রান করে দলের রান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া অভিজ্ঞান কুন্ডুও ৬১ রান যোগ করেন। এই ব্যাটিং-এর ফলে ভারত জিম্বাবুয়েকে একটি বিশাল টার্গেট দেয়।
advertisement
জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের পুরো দল ৩৭.৪ ওভারে ১৪৮ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে লিরয় চিভাউলা ৭৭ বলে ৬২ রান করেন। কিয়ান ব্লিগনট ৩৭ রান এবং তাতেন্দা চিমুগোরো ২৯ রান করেন। বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারায় জিম্বাবুয়ে এত কম স্কোরে থেমে যায়।
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে কে হবে ভারতের সবথেকে বড় ম্যাচ উইনার? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
ভারতীয় বোলাররা জবাব দিতে নেমে দারুণ পারফরম্যান্স দেখান। উদ্ধব মোহন ও অধিনায়ক আয়ুষ মাত্রে তিনটি করে উইকেট নেন। আর এস অম্বরীশ ২টি এবং হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল ১টি করে উইকেট নেন। ভারতীয় দলের শক্তিশালী ব্যাটিং ও বোলিং মিলে এই জয় নিশ্চিত করেছে।
