টি-২০ বিশ্বকাপে কে হবে ভারতের সবথেকে বড় ম্যাচ উইনার? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের স্পিন আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের স্পিন বিভাগের নেতৃত্ব দিতে পারে কে? জানিয়ে দিলেন অনিল কুম্বলে।
advertisement
advertisement
ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন, সন্ধ্যার দিকে শিশির পড়লে স্পিনারদের জন্য বোলিং করা সহজ হয় না। ভেজা বল নিয়ে বোলিং করতে হলেও স্পিনারদের মানিয়ে নিতে হয়। তবে কুম্বলের মতে, বরুণ চক্রবর্তীর বলের ওপর দারুণ গ্রিপ এবং তার বোলিং গতি শিশিরের প্রভাব অনেকটাই কমিয়ে দেয়।
advertisement
সাম্প্রতিক সময়ে ভারতের স্পিন ত্রয়ী—বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল—ভালো পারফরম্যান্স করেছে। তবুও কুম্বলে মনে করেন, এই তিনজনের মধ্যে বরুণই সবচেয়ে কার্যকর হতে পারেন। তিনি বলেন, ভেজা বলেও বরুণ খুব একটা সমস্যায় পড়বেন না। একই সঙ্গে অক্ষর প্যাটেলও শিশিরের পরিস্থিতিতে ভালোভাবে বোলিং করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
advertisement
তবে কুম্বলে ইঙ্গিত দেন যে, রিস্ট স্পিনার হওয়ায় কুলদীপ যাদবের জন্য ভেজা বল নিয়ে বোলিং কিছুটা কঠিন হতে পারে। সাধারণত রিস্ট স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। যদিও কুলদীপ এই ধরনের পরিস্থিতিতে বোলিং করার অভিজ্ঞতা রাখেন। সব মিলিয়ে, শিশিরপ্রবণ এই বিশ্বকাপে ভারতের স্পিন আক্রমণে বরুণ চক্রবর্তীর ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।









