TRENDING:

টি-২০ বিশ্বকাপে কে হবে ভারতের সবথেকে বড় ম্যাচ উইনার? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!

Last Updated:
ICC T20 World Cup 2026: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের স্পিন আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের স্পিন বিভাগের নেতৃত্ব দিতে পারে কে? জানিয়ে দিলেন অনিল কুম্বলে।
advertisement
1/5
টি-২০ বিশ্বকাপে কে হবে ভারতের সবথেকে বড় ম্যাচ উইনার? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের স্পিন আক্রমণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের স্পিন বিভাগের নেতৃত্ব দেওয়ার জন্য মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে এগিয়ে রাখছেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে।
advertisement
2/5
প্রাক্তন তারকা লেগ স্পিনারের মতে, ফেব্রুয়ারি ও মার্চ মাসে অনুষ্ঠিত বিশ্বকাপে সন্ধ্যার ম্যাচগুলোতে শিশির বড় প্রভাব ফেলবে, আর সেই পরিস্থিতি বরুণ তুলনামূলকভাবে ভালোভাবে সামলাতে পারবেন।
advertisement
3/5
ভারত ও শ্রীলঙ্কার বিভিন্ন ভেন্যুতে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে কুম্বলে বলেন, সন্ধ্যার দিকে শিশির পড়লে স্পিনারদের জন্য বোলিং করা সহজ হয় না। ভেজা বল নিয়ে বোলিং করতে হলেও স্পিনারদের মানিয়ে নিতে হয়। তবে কুম্বলের মতে, বরুণ চক্রবর্তীর বলের ওপর দারুণ গ্রিপ এবং তার বোলিং গতি শিশিরের প্রভাব অনেকটাই কমিয়ে দেয়।
advertisement
4/5
সাম্প্রতিক সময়ে ভারতের স্পিন ত্রয়ী—বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল—ভালো পারফরম্যান্স করেছে। তবুও কুম্বলে মনে করেন, এই তিনজনের মধ্যে বরুণই সবচেয়ে কার্যকর হতে পারেন। তিনি বলেন, ভেজা বলেও বরুণ খুব একটা সমস্যায় পড়বেন না। একই সঙ্গে অক্ষর প্যাটেলও শিশিরের পরিস্থিতিতে ভালোভাবে বোলিং করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
advertisement
5/5
তবে কুম্বলে ইঙ্গিত দেন যে, রিস্ট স্পিনার হওয়ায় কুলদীপ যাদবের জন্য ভেজা বল নিয়ে বোলিং কিছুটা কঠিন হতে পারে। সাধারণত রিস্ট স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হয়। যদিও কুলদীপ এই ধরনের পরিস্থিতিতে বোলিং করার অভিজ্ঞতা রাখেন। সব মিলিয়ে, শিশিরপ্রবণ এই বিশ্বকাপে ভারতের স্পিন আক্রমণে বরুণ চক্রবর্তীর ভূমিকাই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বাংলা খবর/ছবি/খেলা/
টি-২০ বিশ্বকাপে কে হবে ভারতের সবথেকে বড় ম্যাচ উইনার? হয়ে গেল বড় ভবিষ্য়দ্বাণী!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল