IND vs SA: লজ্জা নিয়ে ভারত কোথায় রাখবে, ২৫ বছরের অপেক্ষা শেষে ভারতে সোনার সময় দক্ষিণ আফ্রিকা, ঘরের মাঠে হোয়াইট ওয়াশ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs SA Series loss: ঘরের মাঠে ৪০৮ রানে লজ্জার হার ভারতের৷
advertisement
1/7

: ২৫ বছরে যা পারেনি দক্ষিণ আফ্রিকা সেই সোনার সুযোগের সামনে দাঁড়িয়ে৷ ভারতের বিরুদ্ধে ২০০০ সাল থেকে খেলছে প্রোটিয়া বাহিনী৷ এবার তারা ভারতকে ঘরের মাটিতে হোয়াইট ওয়াশের আনন্দে বুঁদ৷
advertisement
2/7
গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ের আগে, তারা ১২ বছর ধরে ঘরের মাটিতে কোনও টেস্ট সিরিজ হারেনি, মঙ্গলবার সেই ঘটনার সাক্ষী হওয়া সময়ের অপেক্ষা৷
advertisement
3/7
ম্যাচের চতুর্থ দিনে ২ উইকেটে ২৭ এবং ম্যাচ জিততে শেষদিনে দরকার ৫৪৯ রান এই অবস্থায় পঞ্চম দিনে খেলতে নেমেও সেই নক্কারজনক ব্যাটিংয়ের ছবিই দেখাল টিম ইন্ডিয়া৷
advertisement
4/7
হোম টিম প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট হয়েছিল গুয়াহাটির দ্বিতীয় টেস্টে৷ সেই ইনিংসে মার্কো জানসেনের চমৎকার ৬ উইকেট, তাও আবার ৪৮ রান দিয়ে।
advertisement
5/7
পঞ্চমদিনের সকালে সাইমন হার্মার তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন কুলদীপ যাদব, ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে ঐতিহাসিক সিরিজ জয়ের কাছাকাছি নিয়ে যান। চা বিরতির সময়, ভারতের সংগ্রহ ছিল ৯০/৫, বি সাই সুদর্শন এবং রবীন্দ্র জাদেজা এখনও লড়াই করছেন।
advertisement
6/7
এদিকে ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ৩০ রানে হেরেছিল ভারত৷ সেখান থেকেই সিরিজে পিছিয়ে ছিল৷
advertisement
7/7
ভারত ঘরের মাঠে এখনও পর্যন্ত দুবার হোয়াইটওয়াশের শিকার হয়েছে। টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আরেকবার হোয়াইটওয়াশ হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৯৯-২০০০ সালে। ভারত একবার ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘গোল্ডেন জুবিলি’ একটেস্টের হোম ট্যুরে হেরেছিল, যা প্রযুক্তিগতভাবে সিরিজ হিসেবে গণ্য হবে না।