IND vs SA: হারের জেরে দলে একাধিক বদল! তৃতীয় টি-২০ ম্যাচে একাদশ বড় চমক দেবে টিম ইন্ডিয়া! জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 3rd T20: বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়েনে ফের মুখোমুখি হতে চলেছে এডেন মার্করাম ও সূর্যকুমার যাদবের দল। এদিনের ম্যচ যেই দলই জিতুক ৪ ম্যাচের সিরিজ হারের ভয় আর থাকবে না সেই দলের।
advertisement
1/7

প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় হারের মুখ দেখতে হয় তরুণ ভারতীয় দলকে। যদিও সীমিত পুঁজি নিয়ে লড়াই দিয়েছিল বোলাররা।
advertisement
2/7
বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে সেঞ্চুরিয়েনে ফের মুখোমুখি হতে চলেছে এডেন মার্করাম ও সূর্যকুমার যাদবের দল। এদিনের ম্যচ যেই দলই জিতুক ৪ ম্যাচের সিরিজ হারের ভয় আর থাকবে না সেই দলের।
advertisement
3/7
ভারতীয় দলের ব্যাটিং লাইনের ধারাবাহিকতার অভাব একটু চিন্তা বাডিয়ছে। তবে তৃতীয় ম্যাচের আগে ভুল-ত্রুটি শুধরে নিয়ে পাল্টা দিতে তৈরি সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। রানে ফিরতে মরিয়ে অভিষেক বর্মা ও রিঙ্কু সিংরাও।
advertisement
4/7
ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা থাকলেও বোলিং লাইনের পারফরম্যান্স কিছুটা হলেও আশ্বস্ত রেখেছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইরা যেভাবে বোলিং করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।
advertisement
5/7
তৃতীয় ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। কারণ পরপর দুটি ম্যাচে অভিষেক শর্মা রান না পাওয়ার তৃতীয় ম্যাচে সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দলে সুযোগ পেতে পারেন বিশাক বিজয় কুমার।
advertisement
6/7
এক ঝলকে দেখে নিন তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, বিজয় কুমার বিশাক / আভেশ খান, রবি বিষ্ণোই।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, প্যাটট্রিক ক্রুগার, মার্কো জানসেন, অ্যান্ডিল সিমিনালে, জেরাল্ড কোয়েতজে, কেশব মহারাজ, নকুবা পিটার।