IND vs SA 2nd Test : হারলে লজ্জা, জিতলে মানরক্ষা! এমন জায়গায় দাঁড়িয়ে ভারত! ক্যাপ্টেনও নেই দলে, শুভমান গিলের বদলে কে? পাওয়া গেল উত্তর
- Published by:Suman Majumder
Last Updated:
Ind vs Sa 2nd Test : দ্বিতীয় টেস্টের গুয়াহাটিতে দলের সঙ্গে শুভমান গিল পৌঁছেছেন। তাঁকে ফিট দেখাচ্ছিল, তবে ঘাড়ের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের আগে দল থেকে রিলিজ করা নীতিশ কুমার রেড্ডি আবার দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
advertisement
1/7

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট শেষ হয়েছে। ইডেনে অনুষ্ঠিত প্রথম টেস্টে টিম ইন্ডিয়া ৩০ রানের ব্যবধানে হেরেছে। প্রথম ইনিংসে ৩০ রানের লিড পেলেও… পরে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চরমভাবে ব্যাটিং অর্ডার ব্যর্থ হয়েছে। এই পরাজয়ের পর টিম ইন্ডিয়ার কোচ, প্রধান নির্বাচক এবং বিসিসিআই-র বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। ফলে এখন দ্বিতীয় টেস্টে ভারতের কাছে মরণ-বাঁচন পরিস্থিতি।
advertisement
2/7
এবার সিরিজ ড্র করতে হলে ২২ নভেম্বর থেকে শুরু হওয়া গুয়াহাটি টেস্টে ভারতকে অবশ্যই জিততে হবে। হারলে বা ড্র হলেও সিরিজ দক্ষিণ আফ্রিকার নামে হবে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা কখনওই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। ২০১০ সালের পর প্রথমবার ভারতকে ভারতের মাটিতেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় টেস্টের আগে টিম ইন্ডিয়া বড় ধাক্কা খেয়েছে।
advertisement
3/7
প্রথম টেস্টে ব্যাটিং করতে গিয়ে আহত হন শুভমন গিল। ঘাড়ে চোট লাগে তাঁর। দ্বিতীয় টেস্টে খেলছেন না তিনি। গিল ব্যাটিং করার সময় ঘাড়ে টান ধরে যায়। এর পরই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। পরে আবার ব্যাট করতে নামলেও প্রচণ্ড সমস্যায় পড়েন। সঙ্গে সঙ্গেই আবার ফিরে যান। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেই তবে তিনি প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যাট করতে পারেননি।
advertisement
4/7
এদিকে দ্বিতীয় টেস্টের গুয়াহাটিতে দলের সঙ্গে শুভমান গিল পৌঁছেছেন। তাঁকে ফিট দেখাচ্ছিল, তবে ঘাড়ের চোট এখনও পুরোপুরি সারেনি। তাই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। প্রথম টেস্টের আগে দল থেকে রিলিজ করা নীতিশ কুমার রেড্ডি আবার দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
advertisement
5/7
নীতিশ রেড্ডির খেলার বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। গিল না খেললে তাঁর জায়গায় সাই সুদর্শন চূড়ান্ত দলে থাকতে পারেন বলে এখনও পর্যন্ত খবর। এদিকে ঋষভ পন্থের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার সম্ভাবনা রয়েছে। আবার ভারত এই ম্যাচেও চারজন স্পিনার নিয়ে খেলবে কি না, তা নিয়েও জল্পনা শুরু। অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবের জায়গায় নীতিশ কুমার রেড্ডি সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
6/7
কুলদীপ যাদবকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম টেস্টে কুলদীপ যাদব ৪ উইকেট নিয়েছিলেন। আর অক্ষর প্যাটেল ২ উইকেট নিলেও ব্যাটিং করেন ভালই। দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজের বোলিংয়ে তিনি একটি চার, দুটি ছক্কা মেরে দলকে প্রায় জয়ের দ্বোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। গম্ভীর বোলিং অলরাউন্ডারদের বেশি গুরুত্ব দেন। তাই কুলদীপ যাদবকে বাদ দিয়ে নীতীশ কুমার রেড্ডিকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
7/7
গুয়াহাটি টেস্টে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ:কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ (ক্যাপ্টেন), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি / কুলদীপ যাদব, বুমরাহ, সিরাজ।