IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে বড় চমক! কেমন একাদশ নামাবে টিম ইন্ডিয়া? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs South Africa 1st T20: ৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
advertisement
1/5

শুক্রবার থেকে শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ৪ ম্যাচের টি-২০ সিরিজ। ডারবানের কিংসমিড স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ৮.৩০ থেকে শুরু হবে খেলা। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রোটিয়া সফরে কঠিন চ্যালেঞ্জের সামনে এক ঝাঁক তরুণদের নিয়ে গঠিত টিম ইন্ডিয়া।
advertisement
2/5
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দক্ষিণ আফ্রিকা সফরকারী দলের সঙ্গ যাননি কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত প্লেয়াররাও নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে। জিজি সিনিয়র দল নিয়ে পারি দেবেন ডনের দেশে।
advertisement
3/5
এই সিরিজে ভারতীয় দলের কোচের হট সিটে দেখা যাবে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকে। সিরিজের প্রথম ম্যাচে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা রয়েছে। দক্ষিণ আফ্রিকার উইকেটে দলে কতজন স্পিনার, কী কম্বিনেশন হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ফ্যানেদের মধ্যে।
advertisement
4/5
দক্ষিণ আফ্রিকার উইকেটে বরাবর পেসারদের জন্য সুবিধা থাকে। ফলে দলের কম্বিনেশন কী হবে সেটাই দেখার। এখনও পর্যন্ত যা খবর ৩ পেসার ২ স্পিনার নিয়েই নামবে ভারতীয় দল। চতুর্থ পেসার হবেন হার্দিক পান্ডিয়া। বরুণ চক্রবর্তীর কাছে বড় সুযোগ বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করার।
advertisement
5/5
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, আভেশ খান, যশ দয়াল।