IND vs PAK: ভারতের ব্যাটিং ঝড়ে খড়কুটোর মত উড়ে গেল পাকিস্তান! ৬ উইকেটে জয় টিম ইন্ডিয়ার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল ভারত। এদিন ব্যাটিং কিছুটা ভাল করলেও পাকিস্তানের বোলিং নিয়ে ছেলেখেলা করে ভারতীয় ব্যাটাররা।
advertisement
1/9

গ্রুপ পর্বের পর সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল ভারত। এদিন ব্যাটিং কিছুটা ভাল করলেও পাকিস্তানের বোলিং নিয়ে ছেলেখেলা করে ভারতীয় ব্যাটাররা। চোখ ধাঁধানো ইনিংস খেলেন অভিষেক শর্মা ও শুভমান গিল। ১৭২ রানের টার্গেট৭ বল বাকি থাকতেই তাড়া করে ফেল ভারত।
advertisement
2/9
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। কিন্তু এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে পাকিস্তান ব্যাটাররা। তবে গোটা ইনিসে ৪টি সহজ ও একটি কঠিন ক্যাচ ফেলে ভারত। যা সুবিধা করে দেয় পাকিস্তানকে।
advertisement
3/9
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। তার ৩টি ক্যাচ ফেলে ভারত। এছাড়াএদিন দলগত প্রচেষ্টাতে ২০ ওভারে ৫ উিকেট হারিয়ে ১৭১ রান করে পাকিস্তান। ভারতের হয়ে শিবম দুবে ২টি ও হার্দিক এবং কুলদীপ ১টি করে উইকেট নেন।
advertisement
4/9
দুবাইয়ের উইকেটে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট চ্যালেঞ্জিং হবে মনে করেছিল তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে ভুল প্রমাণ করলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল।
advertisement
5/9
প্রথম থেকেই মারকাটারি ব্যাটিং করেন দুই তারকা। পাকিস্তান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন শুভমান গিল ও অভিষেক শর্মা। বিশেষ করে অভিষেক শর্মা বিধ্বংসী ইনিংস খেলেন।
advertisement
6/9
২৪ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা। হাফ সেঞ্চুরির সময় ৪টি ছয়ও ৪টি মারেন অভিষেক শর্মা। ৮.৪ ওভারেই শুভমান গিল ও অভিষেক শর্মা মিলে শতরানের পার্টনারশিপ পরণ করে ফেলেন। যা এশিয়া কাপে দ্রুততম। পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে করা ভারতের দ্রুততম ১০০ রানের জুটি।
advertisement
7/9
শুভমান গিল অল্পের জন্য নিজের হাফ সেঞ্চুরি মিস করেন। ২৮ বলে ৪৭ রান করে আউট হন তিনি। এরপর সূর্যকমার যাদব ক্রিজে আসলেও খাতা না খুলেই সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক।
advertisement
8/9
অন্যদিকে নিজের ইনিংস চালিয়ে যান অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন অভিষেক শর্মা। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তাঁর ইনিংস। ভারতের জয় কার্যত নিশ্চিত করার পরই সাজঘরে ফেরেন ভারতীয় ক্রিকেটের নতুন শর্মাজি।
advertisement
9/9
সঞ্জু স্য়ামসন (১৩) ভালো শুরু করে ম্যাচ ফিনিশ করে পারেননি। তবে তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া মিলে দলকে জয়ের ঠিকানায় পৌছে দেন। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত। তিলক বর্মা ৩০ ও হার্দিক পান্ডিয়া ৭ রান করে অপরাজিত থাকেন।