TRENDING:

IND vs NZ 2nd Test: মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে একাধিক বড় বদল! নিউজিল্যান্ডকে জবাব দিতে তৈরি টিম ইন্ডিয়া

Last Updated:
India vs New Zealand 2nd Test: ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। অপরদিকে, সিরিজের বাকি দুই ম্যাচ ভারতীয় দলের কাছে ডু অর ডাই পরিস্থিতি।
advertisement
1/10
মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে একাধিক বড় বদল! কিউইদের জবাব দিতে তৈরি টিম ইন্ডিয়া
প্রথম টেস্টের হার এখন অতীত। বেঙ্গালুরুর হার থেকে শিক্ষা নিয়ে এখন ঘুড়ে দাঁড়ানোর লড়াই টিম ইন্ডিয়ার। ২৩ অক্টোবর বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট।
advertisement
2/10
৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ব্ল্যাক ক্যাপসরা। পুণেতে কিউইদের সামনে সিরিজ জয়ের হাতছানি। অপরদিকে, সিরিজের বাকি দুই ম্যাচ ভারতীয় দলের কাছে ডু অর ডাই পরিস্থিতি। জয় ছাড়া গতি নেই।
advertisement
3/10
একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করার পথ মসৃণ রাখতে শেষ দুই টেস্টে ঘরের মাঠে জয় দরকার ভারতের। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলনে বাড়তি জোর দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের।
advertisement
4/10
বেঙ্গালুরুর পিচে পেসাররা সাহায্য পেয়েছে। যা বুঝতে ভুল করেছিলেন রোহিত শর্মা। তবে পুণেতে কালো মাটির পিচ হবে বলেই মনে করা হচ্ছে। ফলে স্পিনাররা বাড়তি সাহায্য পাবে। ঘরের মাঠে পুরনো অস্ত্রই ভরসা ভারতীয় দলের।
advertisement
5/10
দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। ব্যাটিং থেকে বোলিং লাইনে একাধিক পরিবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বড় কোনও চমকও দিতে পারেন কোচ গৌতম গম্ভীর।
advertisement
6/10
প্রথম ম্যাচে ভারতীয় দলের ব্যাটিং লাইনে কেএল রাহুলের পারফরম্যান্স নিয়ে উঠেছিল প্রশ্ন। বোলিংয়েও সমালোচতি হয়েছিল মহম্মদ সিরাজ। নিউজিল্যান্ড দলে একাধিক বাঁ হাতি ব্যাটার থাকায় ভারতীয় দলে অন্তর্ভুক্তি হয়েছে ওয়াশিংটন সুন্দরের। ফলে প্রথম একাদশ নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
7/10
এক ঝলকে দেখে নিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, সরফরাজ খান / কেএল রাহুল, ঋষভ পন্থ / ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দ / কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ / আকাশদীপ, জসপ্রীত বুমরাহ।
advertisement
8/10
অপরদিকে, প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড শিবির। পুণেতেই সিরিজ জয়ের ছক কষছে কিউইরা। এই ম্যাচেও দলে ফিরছেন না তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচের একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা নিউজিল্যান্ডের।
advertisement
9/10
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেব (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, টিম সাউদি / ইশ শোধি, আজাজ প্যাটেল, উইল ও রর্ক।
advertisement
10/10
ফলে দুই দলই তৈরি ফের একবার ২২ গজে সম্মুখ সমরের জন্য। শেষ হাসি কে হাসবে তার উত্তর মিলবে আগামী পাঁচ দিনের পুণেতে। হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs NZ 2nd Test: মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে একাধিক বড় বদল! নিউজিল্যান্ডকে জবাব দিতে তৈরি টিম ইন্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল