IND vs ENG: চতুর্থ টেস্টের আগে ৪৪০ ভোল্টের 'ঝটকা' খেল ভারত! প্ল্যান 'এ''বি' সব ফেল! এবার কী করবেন গিল-গম্ভীর?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Who Can Replace Injured Nitish Reddy In India's XI For 4th Test Vs England: ম্যাঞ্চেস্টার টেস্টের আগে সমস্যা বেড়েই চলেছে ভারতীয় দলের। এমনিতেই সিরিজের বাকি দুটি টেস্ট ডু অর ডাই পরিস্থিতি টিম ইন্ডিয়ার সামনে। তার আগে চোটের সমস্যা ক্রমশ দীর্ঘ হচ্ছে টিম ইন্ডিয়ার।
advertisement
1/8

ম্যাঞ্চেস্টার টেস্টের আগে সমস্যা বেড়েই চলেছে ভারতীয় দলের। এমনিতেই সিরিজের বাকি দুটি টেস্ট ডু অর ডাই পরিস্থিতি টিম ইন্ডিয়ার সামনে। তার আগে চোটের সমস্যা ক্রমশ দীর্ঘ হচ্ছে টিম ইন্ডিয়ার। পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে শেষ পর্যন্ত প্রথম একাদশ নির্বাচন করতে গিয়ে সমস্যায় পড়তে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
2/8
উইকেটকিপার ঋষভ পন্থ, বোলার আকাশ দীপ এবং অর্শদীপ সিং-এর চোট থেকে দলটি সেরে ওঠার চেষ্টা করছে। তবে রবিবার ভারতীয় দল ৪৪০ ভোল্টের শক খেয়েছে। জানা গিয়েছে, দলের তারকা অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়তে পারেন চোটের কারণে।
advertisement
3/8
অন্ধ্রপ্রদেশের এই অলরাউন্ডার চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তিনি দুই টেস্টে ৪৫ রান করেছেন এবং তিনটি উইকেট পেয়েছেন। তবে তার অলরাউন্ড দক্ষতার জন্য প্রথম একাদশে জায়গা পাকা ছিল।
advertisement
4/8
ভারত সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারে নীতিশের বদলি নিয়ে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রথম বিকল্প হলো তার জায়গায় শার্দুল ঠাকুরকে নেওয়া। যিনি হেডিংলিতে প্রথম টেস্টে ব্যাটে ভালো খেলেননি এবং বোলিংয়ে খুব একটা আস্থা রাখা হয়নি তার ওপর।
advertisement
5/8
দ্বিতীয় বিকল্প অংশুল কম্বোজ। যাকে দলে কভার হিসেবে ডাকা হয়েছে, তাকেও সুযোগ দেওয়া যেতে পারে। গত বছর তিনি ভারতের সেরা ঘরোয়া ফাস্ট বোলারদের একজন হিসেবে পারফর্ম করেছেন এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারত ‘এ’-র হয়ে হাফ-সেঞ্চুরি করে দেখিয়েছেন যে তিনি ব্যাটিংও করতে পারেন।
advertisement
6/8
আকাশ দীপও এখনও ফিট নন এবং সম্ভবত খেলতে পারবেন না, সেই ক্ষেত্রে ভারতকে অংশুল এবং প্রসিদ্ধ কৃষ্ণ দু’জনকেই নিতে হতে পারে। অংশুল এবং শার্দুলের কম্বিনেশন বোলিংকে কিছুটা দুর্বল হতে পারে।
advertisement
7/8
তৃতীয় বিকল্প হলো, নীতীশ রেড্ডির জায়গায় ধ্রুব জুরেল এবং আকাশ দীপের জায়গায় কম্বোজকে খেলানো। ভারতের ব্যাটিং লর্ডসে ভুগছিল, জুরেল সেটিকে শক্তিশালী করতে পারেন। এমন করলে বোলিং অ্যাটাকে থাকবে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কম্বোজ (ডেব্যু ম্যাচ), রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর।
advertisement
8/8
ঋষভ পন্থ ও আকাশ দীপের চোটের পর এমনিতেই প্ল্যান বি তৈরি করতে হচ্ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। অর্শদীপ সিংয়ের চোট চিন্তা আরও বাড়িয়েছিল। এবার নীতিশ রেড্ডির চোটের পর শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া সেটাই দেখার।