India's 2011 World Cup Victory: বিশ্বজয়ের ১১ বছর পূর্ণ! মনে আছে তো সেদিনের কথা? কোহলি, যুবিরা কী বললেন শুনুন
- Published by:Suman Majumder
Last Updated:
2011 World Cup Final: ১১ বছর পূর্ণ। মনে হয় যেন, এই তো সেদিন বিশ্বকাপ জিতেছি আমরা!
advertisement
1/6

মনে হয় যেন, সেদিনের কথা! কিন্তু দেখতে দেখতে ১১ বছর কেটে গিয়েছে। আজকের দিনেই, এগারো বছর আগে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। মনে আছে তো সেদিনের কথা!
advertisement
2/6
আমাদের বিশ্বজয়। এটা তো বলাই যায়। মাঠে ১১ জন খেললেও, তাঁরা তো দেশের প্রতিটা জনগণের হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেন। আসলে বিশ্বজয়ের স্বাদ পেয়েছেন দেশের প্রতিটা নাগরিক।
advertisement
3/6
বিরাট কোহলি বলছিলেন, আমি যখন ক্রিজে গেলাম তখন ২০ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল। সচিন, শেহওয়াগ আউট। আমি আর গম্ভীর ৯০ রানের পার্টনারশিপ খেলেছিলাম। আমি করেছিলাম ৩৫ রান। জীবনের সব থেকে মূল্যবান ৩৫ রান।
advertisement
4/6
যুবরাজ সিং লিখেছেন, ওটা শুধু বিশ্বকাপ জয় ছিল না। দেশের প্রতিটা মানুষের স্বপ্ন পূরণ হয়েছিল। দেশের হয়ে খেলা, বিশ্বকাপ জয়, সবটাই আমার কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতো।
advertisement
5/6
১৯৮৩-র পর ২৮ বছর বাদে আবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। আর সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গৌতম গম্ভীরের।
advertisement
6/6
প্রথমে ব্যাট কে শ্রীলঙ্কা সেদিন করেছিল ২৭৪/৬। ভারত ২০ রানে দুটি বড় উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখান থেকে ধোনি ও গম্ভীর মিলে দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান।