একসঙ্গে ১৮ কল গার্লের সঙ্গে ঘনিষ্ঠতা, অবশেষে এই হট ডিভাকে বিয়ে করলেন ব্রাজিল তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
বিশ্বকাপের আগে বিয়ে করলেন ব্রাজিল তারকা। নিজের দীর্ঘদিনের বান্ধবী মিকেলা মেসকুইতাকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধহলেন প্রাক্তন তারকা ফুটবলার।
advertisement
1/8

২০ তারিখ থেকে শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ ২০২২। তার আগে বিয়ে সেরে ফেললেন ব্রাজিলের প্রাক্তন তারকা আদ্রিয়ানো।
advertisement
2/8
এক সময় আদ্রিয়ানো ব্রাজিলের জার্সি গায়ে দাপিয়ে বেড়িয়েছেন। ২০০৪ কোপা আমেরিকায় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন আদ্রিয়ানো। এতদিনে সারলেন বিয়ে।
advertisement
3/8
বাবার মৃত্যুর পর হতাশায় ডুবে যান আদ্রিয়ানো। দূরত্ব বাড়ে ফুটবল থাকে। ফুটবলের পরিবর্তে নেশা ও নারীকে বেছে নিয়েছিলেন আদ্রিয়ানো। সম্পর্কে জড়িয়েছিলেন ১৮ জন কল গার্লের সঙ্গে।
advertisement
4/8
৪০ বছরের প্রাক্তন ফুটবলার অবশেষে বিয়ে করলেন ২৫ বছরের সুন্দরী হেয়ারড্রেসার মিকেলা মেসকুইতাকে।
advertisement
5/8
সোশ্যাল মিডিয়ায় নিজেদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও শেয়ার করেছেন আদ্রিয়ানো। যেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
advertisement
6/8
আদ্রিয়ানোর স্ত্রী মিকেলা মেসকুইতাকে দেখতে খুবই সুন্দরী, হট ও সেক্সি। সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি শেয়ার করেন তিনি।
advertisement
7/8
খারাপ সময়ে আদ্রিয়ানোর পাশে দাঁড়িয়েছিলেন মিকেলা মেসকুইতাকে। তখনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ত তৈরি হয়। খারাপ পথ থেকে দূরে সরে আসেন তিনি।
advertisement
8/8
মিকেলাই রেজিস্ট্রির কাগজ সহকারে তাঁর ও আদ্রিয়ানোর বিয়ের খবর নেট দুনিয়ায় জানান। এই মুহূর্তে এই লাভবার্ড চুটিয়ে রোম্যান্স করছেন বলেই খবর।