IPL 2022 Play Offs At Eden: কলকাতায় বৃষ্টি হলে আইপিএল প্লে-অফ ম্যাচের ফয়সালা হবে কী করে? জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IPL 2022 Play Offs At Eden: যদি ঝড়-বৃষ্টির জন্য ইডেনে আইপিএল প্লে-অফের ম্যাচ না হয়, তা হলে কী করে ফয়সালা হবে?
advertisement
1/6

মাঝে আর মাত্র একদিন। তার পরই ইডেনে আইপিএল ২০২২-এর প্লে অফ। তার আগে শনিবার অবশ্য কালবৈশাখীতে ইডেনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রেস বক্সের কাঁছ ভেঙে যায়। বৃষ্টি মাথায় নিয়ে ইডেনে ছুটে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
advertisement
2/6
২৪ ও ২৫ মে ইডেনে আইপিএল-এর দুটি প্লে-অফ ম্য়াচ হবে। তবে গত কয়েকদিন ধরে আবহাওয়া দফতর কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে। ২৪ ও ২৫ মে-ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
advertisement
3/6
ঝড়-বৃষ্টির জন্য ইডেনে প্লেৃ-অফ ম্যাচ না হলে কী হবে! কীভাবে ওই দুটি ম্যাচের ফয়সালা হবে! জানেন কি?
advertisement
4/6
মঙ্গল ও বুধবার আইপিএলের প্লে-অফের ম্যাচ হবে। ওই দিন সন্ধ্যে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা। বৃষ্টি হলে আম্পায়াররা রাত সাড়ে নটা পর্যন্ত ম্যাচ শুরু করার জন্য অপেক্ষা করবেন।
advertisement
5/6
৯.৩০-এর মধ্যে খেলা শুরু হলে হবে পুরো ২০ ওভার। না হলে ওভার কমিয়ে খেলা হবে। তবে অন্তত পাঁচ ওভার করে দুটি দলকে খেলতে হবে।
advertisement
6/6
শেষমেশ ম্যাচ খেলা না হলে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় এবং রাজস্থান বনাম গুজরাট ম্যাচে জেতায় গুজরাট পৌঁছে যাবে ফাইনালে। রাজস্থানকে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। একই নিয়ম থাকবে এলিমিনেটর ম্যাচের জন্যও।