ICC World Cup 2023 India vs South Africa: ভারত কী এবার বিশ্বকাপ জিতবে? দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে জবাব দিলেন রোহিত শর্মা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC World Cup 2023 Indian vs South Africa Will India win the World Cup Rohit Sharma replied ahead of IND vs SA match in ODI World Cup 2023: রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যে জিতবে সেই দল দক করবে পয়েন্ট টেবিলের সিংহাসন। তার আগে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
advertisement
1/6

পরপর সাতটি ম্যাচ জিতে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমি ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ভারত। রবিবার ভারতের লক্ষ্য আটে আট।
advertisement
2/6
রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। যে জিতবে সেই দল দক করবে পয়েন্ট টেবিলের সিংহাসন।
advertisement
3/6
অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়াকে কে থামাবে এখন সেটাই কোটি টাকার প্রশ্ন। রবিবারের মেগা ম্যাচের আগে বড় বিষয় নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা।
advertisement
4/6
দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়াকে দেখার পর এখন থেকে বিশ্বজয়ের স্বপ্নে বিভোর ১৪০ কোটির দেশ। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচের আগেল রোহিত শর্মা জানিয়ে দিলেন ভারত এবাপ বিশ্বকাপ জিতবে কি না।
advertisement
5/6
মুম্বই বিমান বন্দরে রোহিত ঢোকার সময় এক ফ্যান প্রশ্ন করেন,"এবারের বিশ্বকাপ আমাদের তো?" শুনে কিছুটা হেসে ফেলেন রোহিত। তার পরে তিন শব্দে উত্তর দেন,"এখনও সময় রয়েছে"।
advertisement
6/6
রোহিত শর্মার কথাতেই পরিষ্কার যে একটি একটি করে ম্যাচ নিয়ে ভাবছেন তারা। এবার তাদের আগামি লক্ষ্য প্রোটিয় বধ। তবে রোহিত শর্মার শরীরী ভাষায় বলে দিচ্ছিল তাঁর দল কতটা আত্মবিশ্বাসী।