Bangladesh in t20 World Cup: ভারতে খেলতে না আসায় নিজের জালেই ফাঁসল ঢাকা! বিশ্বকাপ বয়কটের জেরে প্রথম সাজা আইসিসির
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh in t20 World Cup: নিরাপত্তার জন্য ভারতে বিশ্বকাপ খেলতে আসতে অস্বীকার করেছিল বাংলাদেশ। এবার বিশ্বকাপ খেলতে আসার জন্য স্টেডিয়ামে ঢুকতে যে বিশ্বকাপের কার্ড লাগে তা বাতিল করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
advertisement
1/6

ভারতে খেলতে না আসায় নিজের জালেই ফাঁসল ঢাকা! ১৫০ বাংলাদেশি সাংবাদিকের বিশ্বকাপের কার্ড বাতিল।
advertisement
2/6
আইসিসির এই সিদ্ধান্তে প্রবল বিপাকে পড়েছেন বাংলাদেশি সাংবাদিকরা, বিশ্বকাপে দুই দেশের কোনও দেশেই মাঠে উপস্থিত থেকে খেলার রিপোর্টিং করতে পারবেন না বাংলাদেশি সাংবাদিকরা।
advertisement
3/6
মুস্তাফিজুরকে আইপিএলে না নেওয়ার জন্য বাংলাদেশ আইসিসির বিরুদ্ধে বিশ্বকাপ বয়কট থেকে শুরু করে যে ব্যবহার করেছে তারই ফল স্বরূপ এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
advertisement
4/6
আগেই আশঙ্কা করা গিয়েছিল বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের জেরে বড় কোনও শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে আইসিসি। কিন্তু এখনও কোনও তেমন পদক্ষেপ করেনি আইসিসি, কিন্তু সাংবাদিকরা চাপে পড়লেন বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে।
advertisement
5/6
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারকে এই বিষয় নিয়ে বলেছেন, 'আমি যতটুকু জানি, সব বাংলাদেশি সাংবাদিকের আবেদনই প্রত্যাখ্যান করা হয়েছে। প্রায় ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন, কিন্তু কেউ অ্যাক্রিডিটেশন পাননি।'
advertisement
6/6
প্রসঙ্গত কয়েকজন বাংলাদেশি ফোটোগ্রাফার ২০ এবং ২১ জানুয়ারি আইসিসির অনুমোদনের মেইল পেয়েছিলেন, তবে পরে তাদের অনুমোদন বাতিল করা হয়েছে।