Pakistan in T20 World Cup: পাকিস্তান বিশ্বকাপ না খেললে তৈরি! আইসিসিকে প্রস্তাব দিল এই দেশ, বাদ যাবে পাকিস্তান?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pakistan in T20 World Cup: পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না তা জানা যাবে সোমবার, এমনটাই জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি। তার আগেই বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করল আফ্রিকার দেশ উগান্ডা।
advertisement
1/5

পাকিস্তান বিশ্বকাপে না খেললে টি২০ বিশ্বকাপ খেলতে তৈরি অন্য দেশ। পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না তা জানা যাবে সোমবার, এমনটাই জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি। তার আগেই বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করল আফ্রিকার দেশ উগান্ডা।
advertisement
2/5
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে অস্বীকার করায় ইতিমধ্যেই স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছে, কারণ বাংলাদেশ ভারতে ম্যাচ খেলতে আসতে অস্বীকার করেছে। যদি পাকিস্তানও সরে যায়, তাহলে ICC কিছুটা সমস্যায় পড়তে পারে।
advertisement
3/5
এই পরিস্থিতিতে, উগান্ডা বিশ্বকাপ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। এক্স হ্যান্ডলে ক্রিকেট উগান্ডা পোস্ট করেছে, "Dear @ICC, যদি T20 World Cup-এ একটা আসন খালি হয়, Uganda প্রস্তুত - প্যাকড আর প্যাডেড"। Image: X
advertisement
4/5
ওই পোস্ট ঘিরে প্রত্যুত্তর দিয়েছে উগান্ডাও। Iceland Cricket প্রথমে Pakistan-কে বদলানোর প্রস্তাব দিয়েছিল। "আমরা ঘোষণা করছি যে পাকিস্তানের বদলে আমরা T20 World Cup-এ অংশ নিতে পারছি না," তারা লিখেছে, "আমাদের ক্ষতি সম্ভবত Uganda-র লাভ। আমরা তাদের শুভেচ্ছা জানাই।"
advertisement
5/5
যদিও বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় প্রকাশ করলেও সূত্রের খবর, Pakistan Cricket Board ইতিমধ্যেই তাদের T20 World Cup স্কোয়াডকে ২ ফেব্রুয়ারি সকাল সকাল কলম্বোতে পাঠানোর পরিকল্পনা করেছে, ফলে টুর্নামেন্ট বয়কট করার সম্ভাবনা কম। সূত্র আরও জানিয়েছে, বিশ্ব ক্রিকেটে যতই কোণঠাসা হোক বাংলাদেশ, PCB, Bangladesh Cricket Board-কে তাদের নিরাপত্তাজনিত দাবি নিয়ে পুরোপুরি সমর্থন করেছে।