Afganistan Women's Cricket: তালিবানের দখলে মহিলা ক্রিকেট! চুপ করে দেখল আইসিসি, বিস্ফোরক দাবি আফগান ক্রিকেটারের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Afghanistan Women's Cricket: সেই ক্রিকেটারের দাবি, তালিবান মেয়েদের পড়াশোনা করতে দেয় না। ক্রিকেট তো দূরের কথা।
advertisement
1/5

মহিলারা খেলবে ক্রিকেট! কিছুতেই মেনে নেবে না তালিবান। সেটা ওঁরা আগেই বুঝেছিল। তাই আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ার পর থেকেই ওঁরা প্রমাগ গুনছিলেন।
advertisement
2/5
গত বছরই আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২৫ জন মহিলা ক্রিকেটারকে সেন্ট্রাল কন্ট্র্যাক্-এর আওতায় এনেছিল। কিন্তু এখন সেসব অতীত। আফগানিস্তানে মহিলা ক্রিকেটা তো বন্ধই। মহিলা ক্রিকেটারদের অনেকেই দেশছাড়া।
advertisement
3/5
এরই মধ্যে আফগানিস্তানের মহিলা ক্রিকেট দলের সদস্যা রোয়া শামিম (Roya Samim) আইসিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তিনি ও তাঁর বোন কোনওক্রমে আফগানিস্তান থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নিয়েছেন।
advertisement
4/5
রোয়া শামিম দাবি করেছেন, তাঁরা বারবার আইসিসির কাছে সাহায্য চেয়েছিলেন। তবে পুরো পরিস্থিতি আইসিসি কর্তারা স্রেফ বসে বসে দেখেছেন। কোনও সাহায্য করেননি। তিনি আরও দাবি করেছেন, তালিবান মেয়েদের পড়াশোনার বিরোধী। সেখানে তাঁদের ক্রিকেট খেলতে দেওয়ার প্রশ্নই নেই।
advertisement
5/5
আইসিসি অবশ্য জানিয়েছে, মহিলাদের ক্রিকেট খেলায় নিষেধাজ্ঞা জারি করলে আফগানিস্তানের সদস্য কেড়ে নেওয়া হতে পারে। তবে আফগান মহিলারা জানাচ্ছেন, তাঁদের দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদেরও এই পরিস্থিতিতে কিছুই করার নেই।