IND vs BAN: একটি জায়গা নিয়ে জোর লড়াই ৩ জনের! বাংলাদেশের বিরুদ্ধে শেষ পর্যন্ত কে পাবে সুযোগ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs BAN ICC Champions Trophy 2025: বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারতীয় দল। ভারতীয় দলের প্রথম একাদশ মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। শুধু একটি জায়গা নিয়ে লড়াই ৩ জনের।
advertisement
1/5

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারতীয় দল। ভারতীয় দলের প্রথম একাদশ মোটামুটি ঠিক হয়ে গিয়েছে। শুধু একটি জায়গা নিয়ে লড়াই ৩ জনের।
advertisement
2/5
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে কেন মোট ৫ জন স্পিনারকে নেওয়া হয়েছে তা নিয়ে কম সমালোচনা হয়নি। সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাও বলেছেন দলে ৫ নয় ২ স্পিনার। জাদেজা-অক্ষর-সুন্দর অলরাউন্ডার।
advertisement
3/5
প্রথম ম্যাচের আগেই অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের খেলাটা নিশ্চিত। পাকা হার্দিক পান্ডিয়াও। পেস বিভাগে এখনও পর্যন্ত যা খবর তাতে মহম্মদ শামির সঙ্গী হতে চলেছেন অর্শদীপ সিং।
advertisement
4/5
তবে একটি জায়গা নিয়ে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর ও বরুণ চক্রবর্তীর লড়াই। কাকে খেলানো হবে তা নিয়ে একটু হলেও ধন্দে রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ ৩ জনেরই কার্যকারিতা ভিন্ন।
advertisement
5/5
কুলদীপের অভিজ্ঞতা রয়েছে বড় টুর্নামেন্টে খেলার, বরুণের মিস্ট্রি বোলিং প্রতিপক্ষকে নাজেহাল করে দিতে পারে, আর সুন্দরের কাছ থেকে বোলিং-ব্যাটিং দুটোই পাওয়া যাবে। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে কুলদীপ আর বরুণের মধ্যে একজনের খেলার সম্ভাবনা বেশি।