এখনও চোট সারেনি ভারতের দুই প্লেয়ারের! ফাইনালের আগে খারাপ খবর! চিন্তায় দুই আইপিএল দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025 Final IND vs NZ: একদিকে যখন রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে চড়ছে পারদ। রোহিত-বিরাটদের হাতে কাপ দেখার অপেক্ষায় গোটা দেশ। তখন একটি খবর বাড়াল চিন্তা।
advertisement
1/5

একদিকে যখন রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে চড়ছে পারদ। রোহিত-বিরাটদের হাতে কাপ দেখার অপেক্ষায় গোটা দেশ। তখন একটি খবর বাড়াল চিন্তা।
advertisement
2/5
এখনও পুরোপুরি চোট মুক্ত নয় ভারতীয় দলের দুই পেসার। পুরো দমে বল করতে সমস্যা হচ্ছে তাদের। তাই এখনই মাঠে ফেরা হচ্ছে না দুজনের। আরও কিছুটা সময় লাগবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে।
advertisement
3/5
কথা হচ্ছে ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহের। অস্ট্রেলিয়া সফরে চোট পেয়েছিলেন তিনি। ছিটকে গিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তবে পুরোপুরি চোটমুক্ত নন তিনি। আইপিএল শুরুর প্রথম ২ সপ্তাহ বুমরাহকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন এক বোর্ড কর্তা।
advertisement
4/5
পুরোপুরি সুস্থ হয়ে উঠে পুরো শক্তি দিয়ে যতদিন না বুমরাহ বল না করতে পারছেন ততদিন তারকা পেসারকে ছাড়া হবে না বলে খবর এনসিএ সূত্রে। ফলে আইপিএলের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩-৪টি ম্যাচ খেলতে পারবেন না বুমরাহ।
advertisement
5/5
শুধু বুমরাহ নয়, দীর্ঘ দিন ধরে চোটের কবলে রয়েছে অপর ভারতীয় পেসার মায়াঙ্ক যাদবও। তিনিও রয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। এলএসজির অন্যতম সেরা পেসার তিনি। তাঁকেও আইপিএলের প্রথম ২ সপ্তাহ পাবে না লখনউ।