TRENDING:

Hardik Pandya Injury: হার্দিকের চোট নিয়ে বড়সড় আপডেট, কবে খেলতে পারবেন ঠিক নেই, এখনই কি রিপ্লেসমেন্ট, বড় ভাবনা বোর্ডের

Last Updated:
Hardik Pandya fitness update: এদিকে ভারতীয় দল বুধবারই লখনউ পৌঁছে গেছে৷ নভেম্বর মাসে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এই দুটি ম্যাচেও হার্দিকের খেলার চান্স প্রায় নেই বললেই চলে৷
advertisement
1/6
হার্দিকের চোট নিয়ে বড়সড় আপডেট, কবে খেলতে পারবেন ঠিক নেই, এখনই কি রিপ্লেসমেন্ট
হার্দিক পান্ডিয়া ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পান৷ বোলিং করার বল ফেরার সময় ফলোআপে আটকাতে গিয়ে মোক্ষম চোটই খেয়েছেন৷ প্রাথমিকভাবে চোটটা কতটা জোরালো তা বোঝা যায়নি৷  ধরমশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে খেলবেন না সেটা বোঝা গিয়েছিল, এখন দেখা যাচ্ছে সামনের ইংল্যান্ডের ম্যাচেও নেই, আর কবে দলে ফিরবেন তা নিয়েও কোনও আশার আলো দেখা যাচ্ছে না৷ ৷ - Photo- AP
advertisement
2/6
সোমবার থেকে বেঙ্গালুরুতে এনসিএ-তে তাঁর রিহ্যাব শুরু হয়ে গেছে৷ বরোদার এই তারকা ক্রিকেটার৷ ভারতীয় দল এই মুহূর্তে ধামাকা ফর্মে রয়েছে৷ কিন্তু তার মধ্যেই এই মেগা খারাপ খবর৷ দলের প্রথম একাদশের ব্যালান্সের জন্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কি প্লেয়ার৷
advertisement
3/6
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি খেলছেন না নিশ্চিত৷ এছাড়াও ২ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে, ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না৷ হার্দিকের ফিটনেসের যা অবস্থা তাতে আগামী কবে তিনি ম্যাচ ফিট হবেন তা নিয়ে বড় প্রশ্ন আছে৷ - Photo- AP
advertisement
4/6
মেডিকেল দল হার্দিক পান্ডিয়াকে প্রতি মুহূর্তে মনিটর করছে মিডিয়া রিপোর্ট অনুযায়ি হার্দিকের গ্রেড ওয়ান লিগামেন্ট টিয়ার হয়েছে৷ ইরিটেশন রয়েছে৷ ফলে তাঁর ব্যাথাও হচ্ছে৷ এনসিএ-র এক আধিকারিক জানিয়েছেন পান্ডিয়ার চোট খুবই গম্ভীর৷ এনসিএ-তে নীতিন প্যাটেলের নেতৃত্বে মেডিকেল দল তাঁকে মনিটর করছে৷ - Photo- AP
advertisement
5/6
এখনই কি রিপ্লেসমেন্ট ভারতীয় দল নিয়মিত এনসিএ-র সঙ্গে কথোপকথন জারি রেখেছে৷ তাঁরা এই মুহূর্তে আশা করছে বিশ্বকাপে ম্যাচে ফিরে আসবে তারকা অলরাউন্ডার৷ রাহুল দ্রাবিড় তাঁরই ফিরে আসার আশায় রয়েছেন৷ - Photo- AP
advertisement
6/6
এদিকে ভারতীয় দল বুধবারই লখনউ পৌঁছে গেছে৷ নভেম্বর মাসে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এই দুটি ম্যাচেও হার্দিকের খেলার চান্স প্রায় নেই বললেই চলে৷ কেরিয়ারের মধ্য গগনে একাধিকবার চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন৷ - Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Hardik Pandya Injury: হার্দিকের চোট নিয়ে বড়সড় আপডেট, কবে খেলতে পারবেন ঠিক নেই, এখনই কি রিপ্লেসমেন্ট, বড় ভাবনা বোর্ডের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল