TRENDING:

Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক পান্ডিয়া

Last Updated:
Hardik Pandya: নিজেদের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। তবে শুধু সংসার ভাঙেনি হার্দিকের, স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গিয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের।
advertisement
1/7
Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক
টি-২০ বিশ্বকাপে ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছেন। বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। বিচ্ছেদ ঘটেছে স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে।
advertisement
2/7
টি-২০ বিশ্বকাপের আগে আইপিএলের সময় থেকেই হার্দিক-নাতাশার সম্পর্কের অবনতি নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে নিজেদের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ।
advertisement
3/7
তবে শুধু সংসার ভাঙেনি হার্দিকের, স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গিয়েছে ভারতীয় দলের তারকা অলরাউন্ডারের। টি-২০ বিশ্বকাপে দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক। রোহিত শর্মার পর টি-২০ ক্রিকেটে ভারত অধিনায়ক হবেন বলে আশা করেছিলেন হার্দিক।
advertisement
4/7
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে সূর্যকুমার যাদব। এমনকী সহ অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়নি হার্দিককে। সূর্যকুমারের ডেপুটি হয়েছেন শুভমান গিল।
advertisement
5/7
২০২২ টি-২০ বিশ্বকাপের পরে টি-২০ ক্রিকেট থেকে লম্বা বিরতি নিয়েছিলেন রোহিত শর্মা। সেই সময় একের পর এক সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। সাফল্যও পেয়েছিলেন। হার্দিককে আগামীর অধিনায়ক মনে করেছিলেন অনেকে।
advertisement
6/7
হার্দিককে অধিনায়ক না করার পিছনে যে জল্পনাগুলি শোনা যাচ্ছে তা হল ফিটনেস সমস্যা ও সব ধরনের ক্রিকেট না খেলা। তবে এত কিছু মধ্যেও শনিবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে হার্দিকের মুখে ছিল স্মিত হাসি। তবে জাতীয় টি-২০ দলের নেতৃত্ব হোক বা বিবাহ বিচ্ছেদ, বিতর্কিত কোনও প্রসঙ্গে কথা বলেননি।
advertisement
7/7
এই অনুষ্ঠান যোগ দিয়ে হার্দিক বলেছেন,"আমাদের শরীর ক্লান্ত না হলে মন ক্লান্ত হয়ে পড়ে। আমার জীবনে যা অনেকবার ঘটেছে। আর এরকম পরিস্থিতিতে মনকে জোর করতে হয়। তাতেই ফারাক হয়ে যায়। সব সময় মনকে স্বচ্ছ ও স্পষ্ট রাখাটা জরুরি।" একইসঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তারকা অলরাউন্ডার।
বাংলা খবর/ছবি/খেলা/
Hardik Pandya: শুধু সংসার নয়, এবার স্বপ্নও ভেঙে চুরমার! কী জানালেন হার্দিক পান্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল